Mukesh Ambani

আরও ধনী মুকেশ, আদানি

বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন তৈরির সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাইরাস পুনাওয়ালার সম্পত্তি ৬% বেড়ে হয়েছে ৯৪,৩০০ কোটি টাকা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৯
Share:

ফাইল চিত্র

অতিমারিতে বিপর্যস্ত অর্থনীতি যখন আমজনতার জীবনকে আরও কঠিন করেছে, কেড়েছে রুজি-রোজগার, বাড়িয়েছে সামাজিক বৈষম্য, তখন সামনে এল ভারতের বিত্তবানদের সম্পত্তির হিসেব। মঙ্গলবার সম্পত্তি পরিচালন সংস্থা আইআইএফএল ওয়েলথ ও গবেষণাকারী হুরুন-এর রিপোর্ট বলেছে, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের মুকেশ অম্বানীর ব্যক্তিগত সম্পত্তি আরও ৭৩% বেড়ে হয়েছে ৬.৫৮ লক্ষ কোটি টাকা। টানা ন’বছর তিনিই ভারতের সব থেকে ধনী। বিশ্বের সব থেকে বিত্তবান পাঁচ জনের এক জন। গুজরাতের আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিও আরও ধনী হয়েছেন সম্পত্তি ৪৮% বেড়ে ১.৪০ লক্ষ কোটি হওয়ায়। তিনি চার নম্বরে। দ্বিতীয় হিন্দুজা ব্রাদার্স, সম্পত্তি ২৩% কমলেও। তিন নম্বরে এইচসিএলের শিব নাদর ও তাঁর পরিবার।তালিকায় আছেন ৮২৮ জন। গোদরেজের স্মিতা কৃষ্ণ, বায়োকনের কিরণ মজুমদার শ-সহ এই তালিকার ৪০ জন মহিলা। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন তৈরির সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সাইরাস পুনাওয়ালার সম্পত্তি ৬% বেড়ে হয়েছে ৯৪,৩০০ কোটি টাকা। ৩১ অগস্ট পর্যন্ত যাঁদের সম্পত্তি ছিল ১০০০ কোটি টাকার বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement