মুকেশ অম্বানী।
ঘাড়ে প্রায় ১.৬১ লক্ষ কোটি টাকা (মার্চের শেষে) ধারের বোঝা। গোটা দেশ যখন করোনার সঙ্গে লড়তে ঘরবন্দি, তখন সেই ভার কমানোর তাগিদে ছ’সপ্তাহেরও কম সময়ে সাত-সাত’টি চুক্তি সেরে ফেললেন মুকেশ অম্বানী। এর মধ্যে শুধু শুক্রবারেই হল শেষ দু’টি। যার হাত ধরে জিয়ো প্ল্যাটফর্মের ২০% বিক্রি লক্ষ্য পূরণ হল তাঁর। ঘরে এলে মোট ৯২,২০২ কোটি টাকা।
এ দিনের চুক্তি অনুযায়ী, আবু ধাবির সরকারি লগ্নিকারী সংস্থা মুবাদলা ৯০৯৩.৬০ কোটির বিনিময়ে জিয়ো প্ল্যাটফর্মের ১.৮৫% অংশীদারি কিনছে। আর মার্কিন প্রযুক্তি সংস্থা সিলভার লেক আরও ০.৯৩% কিনছে ৪৫৪৬.৮০ কোটিতে। এর আগেও এক দফা লগ্নি করেছিল তারা। এর আগে মুকেশ হাত ধরেছেন মার্কিন প্রযুক্তি ও লগ্নিকারী সংস্থা ফেসবুক, ভিস্তা ইকুইটি পার্টনার্স, জেনারেল অ্যাটলান্টিক, কেকেআরেরও।
মুকেশ বলেছিলেন ২০২১ সালের মার্চের মধ্যে রিলায়্যান্সকে ঋণমুক্ত করবেন। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, যে ভাবে ছুটছেন তিনি, তাতে সেই লক্ষ্য ছুঁতে পারেন ডিসেম্বরের মধ্যেই। অনেকে অবশ্য বলছেন, এত তাড়া হয়তো পড়ত না করোনা সঙ্কটে তাঁর তেলের ব্যবসা ভাল মতো জখম না-হলে। সূত্রের দাবি, তাই হয়তো সময় নষ্ট করতে নারাজ জিয়ো-কর্তা।