প্রতীকী ছবি।
কেব্ল টিভির নতুন নিয়মে গ্রাহকদের পছন্দের চ্যানেল বাছার সুযোগ বাড়লেও লোকাল কেব্ল অপারেটরদের (এলসিও) আয় কমবে বলে সোমবার মহাকরণে উচ্চ পর্যায়ের বৈঠকে দাবি করল তাঁদের বিভিন্ন সংগঠন। সেখানে দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে রাজ্যের হস্তক্ষেপের আর্জি জানায় তারা। পরে ফিরহাদ জানান, এলসিও এবং মাল্টি-সিস্টেম অপারেটরদের (এমএসও) সহমতের ভিত্তিতে সমস্যাগুলি তথ্য ও সংষ্কৃতি দফতরকে জানাতে বলা হয়েছে। তার পরে এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য।
সিটি কেব্ল, মন্থনের মতো এমএসওদের পাশাপাশি বিশ্ব বাংলা কেব্ল অপারেটরর্স ইউনিয়ন, অ্যাসোসিয়েশন অফ ব্রডব্যান্ড অ্যান্ড কেব্ল টিভি অপারেটর্স, ওয়েস্ট বেঙ্গল কেব্ল টিভি অপারেটর্স অ্যাসোসিয়েশনের মতো এলসিওদের সংগঠন বৈঠকে ছিল।
এলসিওদের দাবি, নতুন নিয়মে মাসুল হারের বণ্টন নীতির ফলে তাঁদের আয় কমবে। তাই ‘নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি’ ও ‘পে চ্যানেলে’র লভ্যাংশ না বাড়ালে ব্যবসা চালানোই অসম্ভব।