Narendra Modi

লাভ বাংলার, পাট নিয়ে বার্তা মোদীর

মোদীর বার্তা, বাংলার পাটজাত পণ্য দেশবাসীর হাতে হাতে ঘুরলে রাজ্যেরই লাভ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২০ ০৫:০৩
Share:

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

ভিডিয়ো বৈঠকে বৃহস্পতিবার কলকাতার শিল্পমহলের মুখোমুখি হয়ে ফের একবার ব্যবহার্য প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহারের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এই উদ্যোগে সব থেকে বেশি লাভ হবে বাংলার পাট চাষিদের, চটশিল্পের। এমন সুযোগকে কাজে লাগাতে এগিয়ে আসার পরামর্শ দিলেন রাজ্যের শিল্পকেও। যা শুনে সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, এর আগে তো কখনও বাংলার পাট নিয়ে এত মাথা ঘামাতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে?

Advertisement

মোদীর বার্তা, বাংলার পাটজাত পণ্য দেশবাসীর হাতে হাতে ঘুরলে রাজ্যেরই লাভ। উপকৃত হবে চটশিল্প। পাট উৎপাদক জেলাগুলিতে কৃষকের স্বার্থে চটের শিল্পগুচ্ছ গড়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী যদি রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়ে পাট চাষিদের কথা ভাবেন, তা হলেও তাঁকে ধন্যবাদ দেব। তবে যে চটকল মালিকেরা আপনার সাংসদের ছত্রছায়ায় শ্রমিকদের পিএফের টাকা লুট করে মিল বন্ধ করেছে, সেগুলিতে কাজ চালু করাতে পারবেন? চাষিদের উৎসাহ ভাতা ও পাট উৎপাদনের দ্বিগুণ সহায়ক মূল্য দেবেন? এগুলো আগে করুন, না-হলে এটি আরও একটি জুমলা হবে।’’

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের কথা আগেও বলেছেন মোদী। তবে একাংশের দাবি, তা রূপায়ণে তৈরি কমিটির আলোচনা এগোয়নি। মোদীর বার্তাকে এ দিন স্বাগত জানান চটকল মালিকদের সংগঠন আইজেএমএ-র চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্ত। সংগঠনের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়ার দাবি, প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে রাজ্যের পাটজাত পণ্য উৎপাদনে নতুন লগ্নির পথ খুলবে।

Advertisement

আরও পড়ুন: এসঅ্যান্ডপি-র বার্তা কতখানি স্বস্তির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement