দেশে মোবাইল ফোনের হ্যান্ডসেটের ব্যবসা ও তার মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে ১০ বছরের জন্য করছাড় দাবি করল মোবাইল তৈরির সংস্থাগুলি। এ বিষয়ে মোবাইল সংস্থাগুলির সংগঠন আইসিইএ এবং ম্যাকিনসের যৌথ রিপোর্ট জমা পড়েছে সরকারের কাছে।
‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে দেশের ভিতরে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চাইছে কেন্দ্র। কিন্তু মোবাইল সংস্থাগুলি তাদের রিপোর্টে জানিয়েছে, ভারতের বাজারে হ্যান্ডসেট বিক্রির ক্ষেত্রে বৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসছে। এই অবস্থায় রফতানির দিকে জোর দিতে হবে। সে দিকে জোর দিলে ২০২৫ সালের মধ্যে গোটা ক্ষেত্রের ব্যবসার অঙ্ক ২৩,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব। তৈরি হতে পারে ১২৫ কোটি হ্যান্ডসেট, ৪৭ লক্ষ কাজ। কিন্তু এর জন্য অন্তত ১০ বছরের করছাড় এবং মূলধনী পণ্যে কর কমানো প্রয়োজন।