জাপানের সংস্থাগুলিকে ভারতে লগ্নির সুযোগ কাজে লাগাতে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন। তুলে ধরলেন, দেশে শিল্প পরিকাঠামোকে চাঙ্গা করতে কেন্দ্রের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মসূচিকেও।
সম্প্রতি টোকিওয় জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন আয়োজিত ভারতে লগ্নি সংক্রান্ত সভায় (ইন্ডিয়া ইনভেস্টমেন্ট সেমিনার) উপস্থিত ছিলেন সীতারামন। সেই মঞ্চ থেকেই লগ্নির এই ডাক দেন তিনি। স্বীকৃতি জানান, ভারতের ব্যবসায়িক ক্ষেত্রে জাপানি সংস্থাগুলির অবদানকে।
মন্ত্রী বলেন, এ দেশের জাতীয় আয়ে উৎপাদন শিল্পের অবদান বাড়ানোই কেন্দ্রের লক্ষ্য। এবং সেই কারণেই বাড়ছে বিদেশি লগ্নির সুযোগ। কেন্দ্রের ডিজিটাল লেনদেনে জোর দেওয়ার কথাও উল্লেখ করেছেন সীতারামন। জানিয়েছেন, এই কর্মসূচিতে ২ লক্ষ ৫০ হাজার গ্রামকে অপটিকাল ফাইবার কেব্ল সংযোগের আওতায় আনা এবং জন-ধন প্রকল্পে সামিল করার কথা।