Md Yunus

তহবিল নিয়ে ইউনূসের দাবি

নোবেলজয়ীর বক্তব্য প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি-সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, ‘‘ক্ষুদ্র ঋণ সংস্থা হিসাবে আমরা দীর্ঘ দিন ধরে আমানত সংগ্রহের অনুমতির আর্জি জানিয়ে এসেছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০২:১৬
Share:

ফাইল চিত্র।

ব্যাঙ্কের মতোই ক্ষুদ্রঋণ সংস্থাগুলিকে সাধারণ মানুষের থেকে আমানত সংগ্রহের অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করলেন নোবেলজয়ী তথা বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস। প্যানআইআইটি গ্লোবাল ই-কনক্লেভে তিনি বলেন, তহবিল সংগ্রহের ব্যাপারে ক্ষুদ্রঋণ সংস্থাগুলির ব্যাঙ্কের উপরে নির্ভরতা কমানোর জন্যই ওই অনুমতি দেওয়া জরুরি। কারণ, সে ক্ষেত্রে সংস্থাগুলির তহবিল সংগ্রহের খরচ কমবে। সুদও কমাতে পারবে তারা। ইউনূসের সঙ্গে এক মত ভারতের
ক্ষুদ্রঋণ সংস্থাগুলিও।

Advertisement

নোবেলজয়ীর বক্তব্য প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি-সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, ‘‘ক্ষুদ্র ঋণ সংস্থা হিসাবে আমরা দীর্ঘ দিন ধরে আমানত সংগ্রহের অনুমতির আর্জি জানিয়ে এসেছি। এটা করা হলে তহবিল সংগ্রহের ব্যাপারে ওই সব সংস্থাকে ব্যাঙ্কের উপর নির্ভর করে থাকতে হবে না।’’ ক্ষুদ্রঋণ সংস্থা সম্পূর্ণা মাইক্রোফিনান্সের এমডি অভিজিৎ বেরা জানান, ব্যাঙ্ক-এনবিএফসি-সিডবি-নাবার্ডের থেকে তহবিল সংগ্রহের খরচ পড়ে যায় ১৫-১৬%। বাজার থেকে তহবিল সংগ্রহ করা গেলে তা ৭-৮ শতাংশে নেমে আসবে। তাতে সবচেয়ে বেশি লাভবান হবেন সাধারণ মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement