গত পাঁচ দিন ধরে কিছুটা ওঠার পরে শুক্রবার ফের ডলারে ২৩ পয়সা পড়ল টাকার দাম। এক ডলার হল ৬৬.৮৭ টাকা। তার আগেও টাকা নাগাড়েই পড়ছিল। ছুঁয়ে ফেলেছিল ১৪ মাসের তলানি। কিন্তু এ দিন কেন্দ্রের দাবি, টাকার পতন এখনও দুশ্চিন্তা করার মতো জায়গায় পৌঁছয়নি। একই মত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কেরও (এডিবি)। বরং ডলারের দাম ৬৫-৬৬ টাকা হওয়া এই মুহূর্তে সঙ্গত জানিয়ে বিষয়টিতে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা উড়িয়েছেন কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ। বলেছেন, প্রতি ডলার এখন ৬৬-৬৭ টাকা থাকলেও উদ্বেগের কিছু নেই। বরং তাঁর মতে, ডলার ৬৪ টাকার আশেপাশে থাকলে রফতানিকারীরাই সমস্যায় পড়বেন।
এখানে এডিবি-র এক বৈঠকে গর্গ এবং ওই ব্যাঙ্ক দু’পক্ষেরই দাবি, টাকা পড়লেও চিন্তা কমিয়েছে ভারতে বিদেশি মুদ্রার বিপুল ভাণ্ডার (প্রায় ৪২,৫০০ কোটি ডলার)। তবে টাকার দাম বেশি পড়লে অর্থনীতিতে মূল্যবৃদ্ধির চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছে এডিবি।