SUV-CV Price Hike

থার, স্করপিয়ো থেকে অপটিমো, এপ্রিল থেকে দাম বাড়ছে মাহিন্দ্রার কোন কোন গাড়ির?

মারুতি সুজ়ুকির পর এ বার স্পোর্টস ইউটিলি ভেহিকেল এবং বাণিজ্যিক গাড়ির তিন শতাংশ দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল মাহিন্দ্রা। এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৬:০৬
Share:
Mahindra Thar

—প্রতীকী ছবি।

মারুতি সুজ়ুকির পর এ বার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) এবং বাণিজ্যিক গাড়ির (কমার্শিয়াল ভেহিকেল বা সিভি) দাম বৃদ্ধির কথা ঘোষণা করল দেশের অন্যতম বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা। শুক্রবার, ২১ মার্চ এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা। সেখানে দুই শ্রেণির গাড়ির তিন শতাংশ পর্যন্ত দাম ঊর্ধ্বমুখী হবে বলে জানানো হয়েছে।

Advertisement

চলতি বছরের এপ্রিল মাস থেকে এসইউভি এবং সিভির ক্ষেত্রে বর্ধিত দাম কার্যকর করবে মাহিন্দ্রা। মূলত যন্ত্রাংশের দর এবং সংস্থার ইনপুট খরচ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে সংশ্লিষ্ট গাড়ি নির্মাণকারী সংস্থা। এর ফলে আগামী মাস থেকে দামি হচ্ছে থার, স্করপিয়ো থেকে অপটিমোর মতো জনপ্রিয় মডেলগুলি। যদিও বর্ধিত দাম গড়ে বাড়াচ্ছে না মাহিন্দ্রা কর্তৃপক্ষ।

এসইউভি এবং সিভির মডেলভেদে বর্ধিত দামের পরিমাণ নির্ভর করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুই শ্রেণির গাড়ির দর বেড়ে যাওয়ার নেপথ্যে মুদ্রাস্ফীতিকেও দায়ী করেছেন মাহিন্দ্রার পদস্থ কর্তারা। এর জন্য ভারতের গাড়ি শিল্প ধাক্কা খেতে পারে বলেও মনে করছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।

Advertisement

মাহিন্দ্রার পাশাপাশি অন্যান্য গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও ইতিমধ্যেই দাম বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে। সেই তালিকায় রয়েছে হুন্ডাই মোটর্‌স, টাটা মোটর্‌স, হন্ডা এবং মারুতি সুজ়ুকি। আগামী এপ্রিল মাস থেকে বাড়বে এই সংস্থাগুলির গাড়ির দাম।

বিশেষজ্ঞদের কথায়, বর্তমানে মুদ্রাস্ফীতির পাশাপাশি আরও একটি কারণে গাড়িনির্মাতারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাঁদের কারখানাগুলিতে যন্ত্রাংশের সরবরাহ ঠিকমতো হচ্ছে না। পাশাপাশি কাঁচামালের দাম প্রবল ভাবে ওঠানামা করছে।

এই পরিস্থিতিতে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজ়ুকি চার শতাংশ দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এ বার সেই রাস্তায় হাঁটল মাহিন্দ্রাও। ভারতে কৃষি সরঞ্জাম, ইউটিলিটি যানবাহন, তথ্যপ্রযুক্তি এবং আর্থিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মুম্বইয়ের সংস্থাটির বেশ সুনাম রয়েছে। বিশ্বের বৃহত্তম ট্র্যাক্টর নির্মাণকারী সংস্থা হিসাবে আলাদা পরিচয় রয়েছে মাহিন্দ্রার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement