রান্নার গ্যাসের ভর্তুকিতে কোপ পড়ল নভেম্বরেও

ডিলার এবং তেল সংস্থা সূত্রের খবর, এ মাসে কলকাতায় রান্নার গ্যাস কিনতে হলে বাজার দর হিসেবে শুরুতে ৭০৬ টাকা গুনতে হবে গ্রাহকদের। তার পরে উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা ভর্তুকি পাবেন ১৭৭.৩৩ টাকা। বাকি ভর্তুকিযোগ্য গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ১৫৬.৩৩ টাকা জমা পড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ০২:৫৭
Share:

এ মাসে কলকাতায় রান্নার গ্যাস কিনতে হলে বাজার দর হিসেবে শুরুতে ৭০৬ টাকা গুনতে হবে গ্রাহকদের।

গত তিন মাসের ধারা বজায় রেখে নভেম্বরেও রান্নার গ্যাসের ভর্তুকিতে ‘কোপ’ পড়ার অভিযোগ উঠল। এ মাসে কলকাতায় ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। সংশ্লিষ্ট সূত্রের খবর, সাধারণ গ্রাহকদের ভর্তুকি বেড়েছে তার চেয়ে কম, ৬৮.৩৮ টাকা। অনেক গ্রাহকের প্রশ্ন, তা হলে কি চুপিসারেই ভর্তুকির অঙ্ক ছাঁটাই করছে কেন্দ্র? নাকি হাঁটছে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়ানোর পথে?

Advertisement

ডিলার এবং তেল সংস্থা সূত্রের খবর, এ মাসে কলকাতায় রান্নার গ্যাস কিনতে হলে বাজার দর হিসেবে শুরুতে ৭০৬ টাকা গুনতে হবে গ্রাহকদের। তার পরে উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা ভর্তুকি পাবেন ১৭৭.৩৩ টাকা। বাকি ভর্তুকিযোগ্য গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ১৫৬.৩৩ টাকা জমা পড়বে। অর্থাৎ, গত তিন মাসের মতোই ভর্তুকির দাবিদার সাধারণ গ্রাহকদের থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা এ মাসেও মোট ২১ টাকা বেশি ভর্তুকি পাচ্ছেন। উল্লেখ্য, অক্টোবরে গ্যাস সিলিন্ডারের দাম ১৩.৫০ টাকা বাড়লেও সেপ্টেম্বরের তুলনায় ভর্তুকি বেড়েছিল ৬ টাকা। এই প্রেক্ষিতে গ্রাহক মহলের প্রশ্ন, মোদী সরকার বিভিন্ন ক্ষেত্রের পদক্ষেপ ফলাও করে প্রচার করলেও ভর্তুকি ছাঁটাইয়ের পদক্ষেপ চুপিসারে করছে কেন?

একটা সময় পর্যন্ত জিএসটি যোগ করে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম যদি ১০০ টাকা পড়ত এবং ভর্তুকিযুক্ত ৯০ টাকা, তা হলে দু’য়ের মধ্যে ফারাকের ওই ১০ টাকা ভর্তুকি পেতেন গ্রাহক। ভর্তুকি পাওয়ার যোগ্য উজ্জ্বলা যোজনা ও সাধারণ (তেল সংস্থাগুলির পরিভাষায় এপিএল তালিকাভুক্ত), উভয় গ্রাহকই একই পরিমাণ ভর্তুকি পেতেন। তা জমা পড়ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই প্রক্রিয়ায় প্রতি মাসে দু’ধরনের সিলিন্ডারের দামই জানাত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। অথচ ডিলারদের দাবি, অগস্ট থেকে সংস্থাগুলি ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম জানালেও আর ভর্তুকির সিলিন্ডারের দাম ঘোষণা করছে না। জানাচ্ছে না ভর্তুকির অঙ্ক। ফলে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা না পড়া পর্যন্ত সেই অঙ্ক কেউই আর আগের মতো জানতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement