কোভিড পরিস্থিতিতে মদ শিল্প প্রাথমিক ভাবে ধাক্কা খেলেও, ক্রমে তা কাটিয়ে উঠছে বলেই মনে করছেন নীতা। তাঁর মতে, এ ব্যাপারে রাজ্য শিল্প মহলের বক্তব্য শুনেছে। ফলে ধাক্কা অনেকটা কাটানো গিয়েছে।
প্রতীকী ছবি।
প্রস্তুতকারী সংস্থাগুলি ডিলারদের কাছে সর্বোচ্চ যে দামে মদ বিক্রি করে, তার অঙ্ক বাড়ানোর দাবি তুলল ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আইএসডব্লিউএআই)। তাদের যুক্তি, মূল্যবৃদ্ধির প্রভাবে কাহিল এই শিল্প। কাঁচামালের চড়া দামে মদ তৈরির খরচ বেড়েছে অনেকখানি।
পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের আধিকারিকদের সঙ্গে আজ মদ প্রস্তুতকারীদের ওই সংগঠনের শীর্ষ পদাধিকারীদের বৈঠক হয়। সেখানে প্রস্তুতকারক সংস্থাগুলির বিক্রির জন্য বেঁধে দেওয়া সর্বোচ্চ দাম বাড়ানোর দাবির পাশাপাশি রাজ্যের আবগারি নীতিতে কিছু পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। বৈঠকের পরে আইএসডব্লিউএআই-এর সিইও নীতা কপূর এবং সেক্রেটারি জেনারেল সুরেশ মেনন জানান, তাঁদের সুপারিশগুলি সম্পর্কে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা করেছে রাজ্য। নির্দিষ্ট কিছু বিষয়ে আগামী এক মাসের মধ্যে সরকার তাদের বক্তব্য জানাবে। সংগঠনটি আশাবাদী, রাজ্যের আবগারি নীতিতে তাদের সুপারিশকে গুরুত্ব দেওয়া হবে।
কোভিড পরিস্থিতিতে মদ শিল্প প্রাথমিক ভাবে ধাক্কা খেলেও, ক্রমে তা কাটিয়ে উঠছে বলেই মনে করছেন নীতা। তাঁর মতে, এ ব্যাপারে রাজ্য শিল্প মহলের বক্তব্য শুনেছে। ফলে ধাক্কা অনেকটা কাটানো গিয়েছে।