এক সময়ে নামী ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক হিসেবে লেম্যান ব্রাদার্সকে এক ডাকে চিনত দুনিয়া। এক ঝলকে সেই বিশ্বখ্যাত ব্যাঙ্ক পতনের এক দশক।
এক সময়ে নামী ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক লেম্যান ব্রাদার্সয়ে কাজের সুযোগ পেলে কদর বেড়ে যেত। দেউলিয়া ঘোষণার প্রায় দু’বছর পরে সেই লেম্যানের কর্মীরাই লন্ডনে নিলাম সংস্থা ক্রিস্টি’জ-এর সামনে প্রতীকী প্রতিবাদে। হাতে ব্যাঙ্কের ‘সাইনবোর্ড’।
ব্যাঙ্ক, শেয়ার বাজারের মাত্রাছাড়া লোভেই ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এই ক্ষোভ, রাগ উগরে দিয়েই মার্কিন মুলুকে প্রতিবাদ— ‘অকুপায় ওয়ালস্ট্রিট’। স্লোগান: ১ শতাংশের জন্য বাকি ৯৯ শতাংশের ভোগান্তি বন্ধ হোক।
বিধ্বস্ত। যেন তখনকার মার্কিন অর্থনীতিরই প্রতীক। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে হতাশ ব্রোকার।
মন্দার সময়ে মার্কিন মুলুকে চেনা ছবি হয়ে দাঁড়িয়েছিল চাকরির খোঁজে লম্বা লাইন। ভিড় ২২ থেকে ৫২-র।
রসাতলে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করার স্বপ্ন দেখিয়েই উত্থান মার্কিন রাজনীতিতে এক নতুন তারকার। বারাক ওবামা। সঙ্গে স্লোগান— ‘ইয়েস উই ক্যান’। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রচার লাস ভেগাসে।
২০০৯ সালে বাজেট বাক্স হাতে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। মন্দার ধাক্কায় নড়বড়ে ভারতীয় অর্থনীতিকে সামাল দিতে ত্রাণ প্রকল্প ঘোষণা করে ইউপিএ সরকার।