rbi

আরও নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান ব্যাঙ্ক হবে, জানাল আরবিআই

শুক্রবার মুম্বইয়ে এ কথা জানিয়েছেন আরবিআইয়ের ডেপুটি গভর্নর রাজেশ্বর রাও।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১১:৩৩
Share:

রিজার্ভ ব্যাঙ্ক। -ফাইল ছবি।

আর্থিক দুর্নীতির ঘটনা কমানো আর তার সঙ্গে আরও বেশি সংখ্যার মানুষের কাছে ব্যাঙ্কিং ব্যবস্থাকে পৌঁছে দেওয়া। আপাতত এই দু’টিই প্রধান লক্ষ্য রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই)। তাই আরও বেশি সংখ্যায় দেশের বড় বড় নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকেই (এনবিএফসি) ব্যাঙ্কে রূপান্তরিত করা হবে।

Advertisement

শুক্রবার মুম্বইয়ে এ কথা জানিয়েছেন আরবিআইয়ের ডেপুটি গভর্নর রাজেশ্বর রাও। বণিক সংগঠন ‘অ্যাসোচেম’-এর আয়োজনে এনবিএফসি-গুলির একটি শীর্ষ সম্মেলনে গত কাল আরবিআই-এর ডেপুটি গভর্নর বলেন, ‘‘এনবিএফসি-গুলিকে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে রূপান্তরিত করলে সেগুলি দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সরাসরি নিয়ন্ত্রণে থাকবে। তাতে অর্থনীতির নিরাপত্তা সুনিশ্চিত হবে। আবার সেগুলি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছে বলে তাদের দিয়ে অনেক বেশি সংখ্যায় মানুষের কাছেও দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার পৌঁছনো সম্ভব হবে।’’

তিনি জানান ব্যাঙ্কিং ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকবে এনবিএফসি-গুলির পরিচালন ব্যবস্থার উপর। তার ফলে অর্থনীতির নিরাপত্তাকেও সুনিশ্চিত করার কাজটা সহজতর হবে। তবে এত দিন ওই এনবিএফসি-গুলি যে ভাবে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছছে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আসার পর সেই কাজে কোনও ব্যাঘাত ঘটবে না।

Advertisement

আরবিআই-এর দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে এনবিএফসি-গুলির আর্থিক দায়দায়িত্বের বোঝাটা শেষ পর্যন্ত চাপে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার ঘাড়েই। কারণ, এই মুহূর্তে এনবিএফসি-গুলিই দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে সবচেয়ে বেশি টাকা ঋণ নেয়। সেই ঋণের অর্ধেকটা জোগায় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। বাকিটা এনবিএফসি-গুলি পায় বিভিন্ন মিউচুয়াল ফান্ড ও বিমা সংস্থাগুলির কাছ থেকে।

আরও পড়ুন- দেশে মোট আক্রান্ত ৮৪ লক্ষ ছাড়াল, সংক্রমণের হার ৪ শতাংশের কম

আরও পড়ুন- ফেব্রুয়ারিতেই কি কোভ্যাক্সিন​

আরবিআই-এর ডেপুটি গভর্নর জানিয়েছেন গত ৫/৬ বছরে দেশের কয়েকটি বড় নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে সেই গতি আরও বাড়বে। আরও বেশি সংখ্যায় বড় বড় এনবিএফসি-গুলিকে ব্যাঙ্কে রূপান্তরিত করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement