—প্রতীকী চিত্র।
পরিকাঠামোর অভাব ও জিএসটি জমানায় কিছু ক্ষেত্রে ধোঁয়াশাই ভারতের বিমান পরিবহণ শিল্পের বেড়ে ওঠার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে দাবি বিমান সংস্থাগুলির আন্তর্জাতিক সংগঠন আইএটিএ-র। যদিও এ দেশে এই বাজারের উন্নতির সম্ভাবনা অঢেল বলেই মত তাদের।
আইএটিএ প্রধান আলেকজান্ডার দ্য জুনিয়াকের মতে, বিদেশি বিমান সংস্থাগুলির আগ্রহ থেকেই স্পষ্ট যে, ভারতে বিমান পরিবহণের বাজারে সম্ভাবনার খামতি নেই। কিন্তু একই সঙ্গে তাঁর দাবি, এই সম্ভাবনা বানচাল করে দিতে পারে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, সেই খাতে খরচ এবং কর সংক্রান্ত কিছু সমস্যা।
কর ব্যবস্থা হিসেবে জিএসটি-কে আগের জমানার তুলনায় খানিকটা বেশি নম্বর দিলেও, জুনিয়াক আঙুল তুলেছেন, করের উঁচু হার ও নতুন কর জমানায় তৈরি হওয়া কিছু অস্পষ্টতার দিকে। যার আওতায় রেখেছেন বিমানবন্দরের ফি ও টিকিটের দামকে। তাঁর মতে, এর পাশাপাশি পরিকাঠামোর অভাবে বাড়তে থাকা খরচও ভারতের অন্যতম বড় সমস্যা।