জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। —ফাইল চিত্র।
দেশের টেলিকম সংস্থাগুলিকে ৬জি প্রযুক্তি নিয়ে এখন থেকেই কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সম্প্রতি টেলিকম ক্ষেত্রের পরামর্শদাতা কমিটির বৈঠকে এই শিল্পের প্রতিনিধিদের মন্ত্রী জানান, টেলি শিল্প এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করুক। তাতে আখেরে দেশই লাভবান হবে। সংস্থাগুলি যাতে ৬জি-র মোট পেটেন্টের ১০% এবং তিন বছরে প্রযুক্তির এক-ষষ্ঠাংশ বাজার দখলে রাখতে পারে, তার জন্য পদক্ষেপ করতে হবে।
এ জন্য শিল্পের দাবি মতো সরকারের পক্ষ থেকে যথাযথ সহায়তা করা হবে, আশ্বাস সিন্ধিয়ার। একই সঙ্গে বৈঠকে টেলি সংস্থাগুলির পক্ষ থেকে সারা দেশকে ব্রডব্যান্ড পরিষেবার আওতায় আনতে কেন্দ্রের থেকে সাহায্যও চাওয়া হয়। তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।