JioHotstar

‘জিয়োহটস্টার’-এ ঘনীভূত রহস্য, রিলায়্যান্সকে বিনামূল্যে ডোমেন দিতে চায় দুবাইবাসী ভাই-বোন

দিল্লির প্রযুক্তিবিদের থেকে কেনা ‘জিয়োহটস্টার’ ডোমেন এবার রিলায়্যান্সকে নিখরচ দেবার কথা বলতে শোনা গিয়েছে দুবাইবাসী ভাই-বোনের গলায়। যা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:২২
Share:

‘জিয়োহটস্টার’ ডোমেনের মালিক দুবাইবাসী দুই ভাই-বোন। ছবি: সংগৃহীত।

ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানীর সংস্থা ‘রিলায়্যান্স’-কে মেগা অফার। ‘জিয়োহটস্টার ডট কম’ ডোমেনকে নিখরচায় ব্যবহারের প্রস্তাব দিয়েছে দুবাইবাসী কিশোর-কিশোরী। সম্পর্কে যারা ভাই-বোন। সম্প্রতি দিল্লির এক সফট্‌অয়্যার প্রযুক্তিবিদের থেকে ডোমেনটি কিনে নেয় তারা। দুবাইবাসী ওই ভাই-বোনের নাম জৈনম ও জীবিকা।

Advertisement

জিয়োহটস্টারের পেজে ওই দুই কিশোর-কিশোরী লিখেছে, ‘‘সমস্ত আলোচনার পর আমরা বুঝেছি টিম রিলায়্যান্স এই ডোমেনের সর্বোত্তম ব্যবহার করতে পারবে। তাঁরা চাইলে আমরা যাবতীয় নথি-সহ জিয়োহটস্টার ডট কমকে বিনামূল্যে তাঁদের হাতে তুলে দিতে পারি।’’

ডোমেন দিতে রিলায়্যান্স যে কোনও রকমের চাপ দেয়নি তাও ওই পোস্টে স্পষ্ট করেছে জৈনম ও জীবিকা। ‘‘এটা সম্পূর্ণ ভাবে আমাদের সিদ্ধান্ত। রিলায়্যান্সের তরফে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। কোনও চাপ দেওয়া হয়নি। বন্ধু-বান্ধব, পরিবার বা অন্য কারও চাপ ছাড়াই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’ পোস্টে লিখেছে দুবাইবাসী ওই ভাই-বোন।

Advertisement

গত বছর (পড়ুন ২০২৩) ‘জিয়ো সিনেমা’ এবং ‘হটস্টার’ একীভূত হবে বলে জল্পনা ছড়িয়ে পড়ে। তখনই জিয়োহটস্টার নামের একটি ডোমেন কিনে নেন দিল্লিবাসী প্রযুক্তিবিদ। পরে রিলায়্যান্সের কাছে ওই ডোমেন এক কোটি টাকায় বিক্রি চেষ্টা করেন তিনি। যার জেরে ওই ব্যক্তিকে আইনি চিঠি পাঠায় মুকেশ অম্বানীর সংস্থা।

এই পরিস্থিতিতে হঠাৎ করেই জিয়োহটস্টার ডোমেনের মালিকানা দাবি করে বসে দুবাইবাসী দুই কিশোর-কিশোরী। দিল্লির প্রযুক্তিবিদের থেকে ডোমেনটি কিনেছে বলে জানায় তারা। এই নিয়ে ডোমেনের হোমপেজে একটি পোস্টও দিয়েছিল ওই ভাই-বোন। এবার ডোমেননি নিখরচায় রিলায়্যান্সের হাতে তুলে দেওয়ার কথা বলতে শোনা গেল তাদের। যা নিয়ে নতুন করে দানা বেঁধেছে রহস্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement