১২ অগস্ট জিও আনতে চলেছে তাদের নয়া ফোন জিয়ো ফোন ৩। ছবি- টুইটার থেকে সংগৃহীত।
টেলিকম অপারেটর রিলায়্যান্স জিয়ো আনতে চলেছে জিয়ো ফোন ৩। ১২ অগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এই ফোন লঞ্চ করার কথা ভাবছে সংস্থা।
মাই স্মার্ট প্রাইজের একটি রিপোর্ট অনুযায়ী, এই টেলিকম জায়ান্ট বেশ কিছুদিন ধরে ৪জি ফিচার ফোনের উপর কাজ করছিল। এই ৪জি ফোনটি জিয়ো ফোন ৩ নামে জানা যাবে। যদিও কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত এই ফোনের ব্যাপারে সেরকম কিছু বলা হয় নি।
রিপোর্ট অনুযায়ী, জিয়ো ফোন ৩ মিডিয়াটেক চিপসেট দ্বারা চালিত হবে। জিয়ো-র আগের ফোনের (জিয়ো ফোন ২) তুলনায় এই ফোনে ব্যাপক সংস্কার করা হয়েছে। ২০১৭ সালে রিলায়্যান্স জিয়ো তাঁদের প্রথম ফোন ভারতে নিয়ে আসে। ২০১৮ সালের অগস্ট মাসে জিয়ো ফোন ২ আনা হয়। এ বার বেশ কিছু নয়া ফিচারস দিয়ে মিডিয়াটেক প্রসেসর চালিত ৪জি ফোন জিয়ো ফোন ৩ ভারতে আনতে চলেছে এই সংস্থা।
আরও পড়ুন: শাওমি-র সঙ্গে প্রতিযোগিতায় রিয়েলমি আনছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
আরও পড়ুন: নেটফ্লিক্স, ডিজনি স্ট্রিমিং চ্যানেল-সহ ফেসবুক টিভিতে করা যাবে ভিডিয়ো চ্যাট