—প্রতীকী ছবি।
সেপ্টেম্বরের শেষ থেকে লাগাতার নিম্নমুখী থেকেছে স্টকের গ্রাফ। যার জেরে বিপুল লোকসানের মুখে পড়েছে শেয়ার বাজারের অন্যতম বড় বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার ‘পোর্টফোলিও’। গত দু’মাসে ১৫ হাজার কোটি টাকা হারিয়েছে তাঁর পরিবার।
রাকেশ ছিলেন মুম্বই শেয়ার মার্কেটের অন্যতম বড় খিলাড়ি। স্টক বিনিয়োগকারী হিসেবে বিশাল সম্পত্তি রয়েছে তাঁর। রাকেশের মৃত্যুর পর তাঁর পোর্টফোলিও চালানোর দায়িত্বভার গ্রহণ করেন স্ত্রী রেখা। সাম্প্রতিক আর্থিক লোকসানের আঁচ তাঁর গায়েই লেগেছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর ত্রৈমাসিকের শেষ থেকে শুরু করে এখনও পর্যন্ত সেনসেক্স ও নিফটির সূচক নেমেছে আট থেকে নয় শতাংশ। এই সময় সীমার মধ্যে ঝুনঝুনওয়ালা পরিবারের হাতে থাকা শেয়ারের দর ১৩ শতাংশের কমেছে। মঙ্গলবার, ১৯ নভেম্বর তাঁদের পোর্টফোলিওর বাজারমূল্য দাঁড়ায় ৪০,০৮২.৯০ কোটি টাকা। আগের ত্রৈমাসিকে যা ৫৫,০৯৫.৯০ কোটি টাকা ছিল।
গত দু’মাসে ঝুনঝুনওয়ালাদের হাতে থাকে প্রধান পাঁচটি সংস্থার একটি স্টকও ভাল ফল করেনি। তাঁদের মূল লগ্নি রয়েছে টাইটান, কনকর্ড বায়োটেক, স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স, টাটা মোটরস এবং মেট্রো ব্র্যান্ডে। এই সমস্ত সংস্থাগুলির শেয়ারের দাম সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ছয় থেকে ২৪ শতাংশ পর্যন্ত কমেছে।
ঝুনঝুলওয়ালাদের কাছে টাইটানের ৫.১ শতাংশ স্টক রয়েছে। ওই শেয়ারের বাজার মূল্য ১৪ হাজার ৭৪১ কোটি টাকা বলে জানা গিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে টাইটানের স্টকের দর ১৫.৮০ শতাংশ কমে গিয়েছে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে খারাপ ফলের জন্যেই এই সংস্থার শেয়ার সূচক নিম্নমুখী হয়েছে বলে মনে করা হচ্ছে। টাইটানের জুয়েলারি সেগমেন্টের মার্জিন প্রত্যাশার চেয়ে কম ছিল। সংস্থাটি ২০২৫ আর্থিক বছরে মার্জিনের মাত্রা ১০০ বেসিস পয়েন্ট কমিয়েছে।
অন্য দিকে ৩০ সেপ্টেম্বর থেকে টাটা মোটরসের শেয়ারের দর কমেছে ২০ শতাংশ। বহুজাতিক গাড়ি নির্মাণকারী সংস্থাটির ১.৩ শতাংশ স্টক রয়েছে ঝুনঝুনওয়ালাদের হাতে। স্টার হেলথের শেয়ারের দর আবার পড়েছে ২৪ শতাংশ। আবার ১৩ শতাংশ দাম কমেছে মেট্রো ব্যান্ডের শেয়ারে।