জেট কিনতে জোট কর্মীদের

আজ জেটের কর্মীদের একাংশের জোট ও ব্রিটেনের আদি গোষ্ঠী যৌথ সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছে, তারা সংস্থার ৭৫% কিনতে নিলামে দর দেবে। বিমান শিল্পে বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা মেনে আদি গোষ্ঠীর হাতে থাকবে ৪৯%।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ০১:৩৯
Share:

প্রায় ৮,০০০ কোটি টাকা ঋণ উদ্ধারে পরিষেবা বন্ধ হওয়া জেট এয়ারওয়েজকে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে (এনসিএলটি) নিয়ে গিয়েছে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ঋণদাতারা। এ বার ব্রিটেনের আদি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে দেউলিয়া আইনে বিমান সংস্থার ৭৫% মালিকানা হাতে নিতে চায় জেটের কর্মীদের জোট। এর আগে লগ্নিকারী এনে জেট হাতে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কর্মীরা। তবে সংস্থা এনসিএলটিতে যাওয়ায় এখন তাঁদের নিলামেই অংশ নিতে হবে।

Advertisement

আজ জেটের কর্মীদের একাংশের জোট ও ব্রিটেনের আদি গোষ্ঠী যৌথ সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছে, তারা সংস্থার ৭৫% কিনতে নিলামে দর দেবে। বিমান শিল্পে বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা মেনে আদি গোষ্ঠীর হাতে থাকবে ৪৯%। ২৬% কর্মীদের জোটের হাতে। বাকি অংশীদারি ঋণদাতাদের ইকুইটি হিসেবে দেওয়া হবে। এর আগে টাটা, আদানি, হিন্দুজা, মার্কিন ডেল্টার মতো অনেকেই জেট হাতে নিতে ইচ্ছুক বলে শোনা গেলেও, শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি।

জেটের সব কর্মী অবশ্য জোটে নেই। তা মেনে নিয়েই তাদের বক্তব্য, প্রচেষ্টা সফল হলে এই প্রথম কর্মীরাই বিমান সংস্থার মালিক হবেন। জেটের পাইলট ক্যাপ্টেন অশ্বিনী ত্যাগী বলেন, ‘‘সকলে না এলেও, অধিকাংশ স্বেচ্ছায় জোটে যোগ দিয়েছেন।’’ সংস্থা পুনর্গঠনের জন্য ২,৫০০-৫,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা রয়েছে। আদি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জয় বিশ্বনাথনের বক্তব্য, দেনা সংক্রান্ত তথ্য হাতে এলে ছবিটা স্পষ্ট হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement