গয়না শিল্পকে জেটলি

কর তোলার কথা না-দিয়েও হয়রানি কমানোর আশ্বাস

চাপ যতই বাড়ুক, গয়নায় ১% উৎপাদন শুল্ক তোলা সম্ভব নয় বলেই কার্যত ফের একবার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে তাঁর আশ্বাস, বিষয়টি কার্যকর করার ক্ষেত্রে বিশেষ করে ছোট ব্যবসায়ীদের যাতে হয়রানির মধ্যে পড়তে না-হয়, তা নিশ্চিত করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৩:১২
Share:

চাপ যতই বাড়ুক, গয়নায় ১% উৎপাদন শুল্ক তোলা সম্ভব নয় বলেই কার্যত ফের একবার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে তাঁর আশ্বাস, বিষয়টি কার্যকর করার ক্ষেত্রে বিশেষ করে ছোট ব্যবসায়ীদের যাতে হয়রানির মধ্যে পড়তে না-হয়, তা নিশ্চিত করা হবে।

Advertisement

এ দিন জেটলি বলেন, ‘‘সমস্ত অপরিহার্য পণ্যে যেখানে কর দিতে হয়, সেখানে সোনার মতো বিলাসবহুল পণ্যকে তার বাইরে রাখা সম্ভব নয়। তবে তার প্রক্রিয়াগত ঝক্কি কমানোর জন্য গয়না ব্যবসায়ীরা চাইলে কোনও পরামর্শ দিতে পারেন। গোটা বিষয়টি আরও সরল-সোজা করতে তাঁদের কথা মানতে আমি রাজি।’’

এ দিকে অল ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যান্ড স্বর্ণকার ফেডারেশন (এআইবিজেএসএফ) এবং তাদের সমর্থন জানানো কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) রবিবার ফের জানিয়েছে, কেন্দ্র যত দিন না গয়নায় (রুপো বাদে বাকি সব) উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাব ফিরিয়ে নিচ্ছে, তত দিন দেশ জুড়ে এই ধর্মঘট চালাবেন ব্যবসায়ীরা। সংগঠন দু’টির প্রতিনিধিরা শ্বেতপত্র প্রকাশ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী কাছে সমস্যার দ্রুত মেটানোর আর্জি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারিগররা। কারণ, তাঁরা দিনের ভিত্তিতে মজুরি পান। পাশাপাশি, অন্তত সমস্যা না-মেটা পর্যন্ত শুল্ক-প্রস্তাব স্থগিত রাখা উচিত বলেও দাবি ব্যবসায়ীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement