মারুতি সুজুকি-র প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জগদীশ খট্টর। ছবি টুইটার থেকে সংগৃহীত।
‘মারুতি সুজুকি’ সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জগদীশ খট্টরকে গ্রেফতার করল সিবিআই। ১১০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে। দিনকয়েক আগেই সিবিআই খট্টরের বিরুদ্ধে এফআইআর করে। খট্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা ও অপরাধমূলক যড়যন্ত্রের মামলা রুজু হয়েছে।
অভিযোগ, খট্টর যখন মারুতি সুজুকি ছেড়ে তাঁর নতুন কোম্পানি ‘কারনেশন অটো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ গড়ে তোলেন, তখন তিনি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) থেকে ১৭০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন।
সেই ঋণের ১১০ কোটি টাকা পরিশোধ করা তো দূরের কথা, খট্টর ও তাঁর নতুন সংস্থা কোনও সুদ দেননি। ২০১৫ সাল থেকেই পিএনবি-র ওই পরিমাণ অর্থ অনাদায়ী থেকে গিয়েছে।
পিএনবি-র তরফে খট্টর ও তাঁর নতুন সংস্থাকে বার বার বলা হয় ঋণের বকেয়া পরিমাণ বা তার উপর বকেয়া সুদ দ্রুত মেটাতে। কিন্তু তার পরেও খট্টর নিরুত্তর থাকেন। তাঁর সংস্থার তরফেও পিএনবি-কে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ।