আর্থিক সমস্যার কবল থেকে আইডিবিআই ব্যাঙ্ককে উদ্ধার করতে কেন্দ্রের নির্দেশেই তাকে হাতে নিয়েছিল জীবনবিমা নিগম (এলআইসি)। এতে গত জুনে বিশেষ সায় দিয়েছিল বিমা নিয়ন্ত্রণ আইআরডিএ। এর ফলে নিগমের ঝুলিতে আসে ব্যাঙ্কটির ৫১% অংশীদারি। অথচ আইন বলছে, কোনও বিমা সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থার ১৫ শতাংশের বেশি শেয়ার হাতে রাখতে পারে না। ফলে আইন বাঁচাতে এ বার উল্টো পথে হেঁটে নিগমের কাছে ওই অংশীদারি কমানোর প্রস্তাব চাইল আইআরডিএ।
এ দিন ফিকির এক অনুষ্ঠানের শেষে আইআরডিএ চেয়ারম্যান সুভাষ চন্দ্র খুন্তিয়া বলেন, ‘‘কত দিনের মধ্যে এবং কী ভাবে ওই অংশীদারি কমাতে হবে, সেই সিদ্ধান্ত নেব আমরা। নিগমের কাছে প্রস্তাব চেয়েছি।’’
আইডিবিআই ব্যাঙ্কের ৫১% শেয়ার কিনতে মোট ১৯,৫০০ কোটি টাকারও বেশি ঢালে এলআইসি। গত ডিসেম্বরে ১৪,৫০০ কোটি। জানুয়ারিতে ৫,০৩০ কোটি।
এ দিকে, আইডিবিআই ব্যাঙ্কের লোকসান ২০১৮-১৯ সালের তৃতীয় ত্রৈমাসিকে আগের বছরের ওই সময়ের থেকে তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ৪,১৮৫.৪৮ কোটি টাকা। আগের বার ছিল ১,৫২৪.৩১ কোটি।