Investment

Investment: লগ্নিকারীদের আশ্বাস পার্থর

রাজারহাটের সিলিকন ভ্যালি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণের কথাও এ দিন ফের মনে করিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ০৭:০৫
Share:

ফাইল চিত্র।

রাজ্যে বিনিয়োগ করলে প্রকল্পের প্রয়োজনীয় ছাড়পত্র পেতে লগ্নিকারীদের কোনও রকম সমস্যার মুখে পড়তে হবে না বলে আশ্বাস দিলেন শিল্প তথা তথ্যপ্রযুক্তিমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বণিকসভা অ্যাসোচ্যামের সভায় পার্থবাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্প সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি প্রতি মাসে বৈঠক করবে। অতীতে ছাড়পত্র পাওয়া নিয়ে যদি কেউ সমস্যার মুখে পড়ে থাকেন, এ বার আর তা হবে না।

Advertisement

এর পাশাপাশি রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন পার্থবাবু। রাজারহাটের সিলিকন ভ্যালি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণের কথাও এ দিন ফের মনে করিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, ডেটা প্রযুক্তিতে রাজ্যের বাড়তি আগ্রহ রয়েছে।

অ্যাসোচ্যামের কর্তা দর্শন হিরানন্দানির বার্তা, লগ্নি প্রস্তাব এলে রাজ্যকে ভাবতে হবে সেটা তাদেরই প্রকল্প। এ কথা যে কোনও রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি তাঁর বক্তব্য, হুগলি নদীর পাড় ধরে প্রায় ৮০ কিলোমিটার এলাকা রয়েছে যেখানে কার্যত কিছু করা হয়নি। দুবাইয়ের উদাহরণ তুলে ধরে তাঁর বার্তা, সেখানে উন্নয়নমূলক প্রকল্প গড়লে বিপুল কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement