প্রতীকী ছবি।
চলতি অর্থবর্ষেই ভারত পেট্রোলিয়ামের (বিপিসিএল) বিলগ্নিকরণ সম্পূর্ণ করতে চায় কেন্দ্র। বিক্রি করা হবে সরকারের হাতে থাকা প্রায় ৫৩% শেয়ার। সম্প্রতি ওই সংস্থার রান্নার গ্যাসের গ্রাহকদের আশ্বস্ত করে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, সংস্থাটি বেসরকারি হাতে গেলেও তাঁরা আগের মতোই কেন্দ্রের ভর্তুকি পাবেন। আর মঙ্গলবার এক শীর্ষ সরকারি আধিকারিক জানালেন, ভর্তুকি প্রক্রিয়াটি মসৃণ ভাবে চালাতে সংস্থার এলপিজি ব্যবসাকে আলাদা শাখার অধীনে নিয়ে আসা হবে।
রাষ্ট্রায়ত্ত আইওসি, বিপিসিএল এবং এইচপিসিএলের প্রায় ২৮.৫ কোটি গ্রাহক বছরে ১২টি ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান। ডিসেম্বরে তাঁরা সিলিন্ডারে কম-বেশি ৫০ টাকা ভর্তুকি পাবেন। প্রধান জানিয়েছিলেন, নথি মিলিয়ে গ্রাহকদের অ্যাকাউন্টে ডিজিটাল লেনদেনের মাধ্যমে ওই টাকা পাঠানো হয়। ফলে সংস্থার বেসরকারিকরণের পরেও সেই প্রক্রিয়া বিঘ্নিত হবে না।
আজ ওই কর্তার দাবি, ভর্তুকির প্রক্রিয়া ঠিক ভাবে চালাতে পরিকল্পনা চূড়ান্ত করেছে কেন্দ্র। বিলগ্নির পরে এলপিজি ব্যবসাকে বিপিসিএলের পৃথক শাখা হিসেবে গড়া হবে। ভর্তুকির টাকা আসবে সেই সংস্থার অ্যাকাউন্টে। সেখান থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে তা বণ্টন করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে শাখার হিসেব অডিট হবে। নতুন মালিক তিন বছর সেই ব্যবসা বেচতে পারবেন না। তার পরেও সেটিকে হাতে রাখলে কেন্দ্র ভর্তুকি চালাবে। না-হলে গ্রাহকদের বাকি দুই সংস্থায় নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: গ্রীষ্মেই ডানা মেলবে জেট
আরও পড়ুন: আগামী বছরেই ফাইভ-জি পরিষেবা আনছে রিলায়্যান্স, ঘোষণা মুকেশের