Inflation

মূল্যবৃদ্ধি, দাম বাড়ল খাদ্যপণ্যের, সহনসীমা পার

গোটা বিশ্ব মূল্যবৃদ্ধিতে কাবু। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন সমস্যায় বিশ্ব বাজারে দৌড়চ্ছে অশোধিত তেলের দাম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৮
Share:

প্রতীকী ছবি।

আশঙ্কা মিলিয়েই আরও মাথা তুলল খুচরো মূল্যবৃদ্ধি। পেরোল রিজ়ার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশের সহনসীমা। সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, প্রধানত খাদ্যপণ্যের দাম বাড়ায় জানুয়ারিতে মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ৬.০১%। সাত মাসে সর্বাধিক। পাইকারি বাজারে অবশ্য ডিসেম্বরের থেকে জানুয়ারিতে তা সামান্য কমে ১২.৯৬% হয়েছে। তবে সেখানেও চড়েছে খাদ্যপণ্যের দাম। পাইকারি মূল্যবৃদ্ধি এই নিয়ে টানা ১০ মাস ১০ শতাংশের উপরে।

Advertisement

গোটা বিশ্ব মূল্যবৃদ্ধিতে কাবু। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন সমস্যায় বিশ্ব বাজারে দৌড়চ্ছে অশোধিত তেলের দাম। ভারতে এখন পেট্রল-ডিজ়েলে তার প্রভাব না-পড়লেও, মার্চে পাঁচ রাজ্যে ভোট মিটলে ফের দাম বৃদ্ধি শুরু হবে বলে আশঙ্কা। তখন খাদ্যপণ্য-সহ জিনিসপত্রের দাম আরও বাড়বে। সংশ্লিষ্ট মহলের মতে, সাধারণ মানুষের দুর্ভোগ যে আগামী দিনে বাড়তে চলেছে সেই ইঙ্গিত স্পষ্ট।

যদিও এ দিনই রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, মূল্যবৃদ্ধির হারের গতি নীচের দিকে।
৬ শতাংশের বেশি খুচরো মূল্যবৃদ্ধি আশ্চর্যজনক বা আশঙ্কাজনক বিষয় নয়। ডিসেম্বর-মার্চের মধ্যে তা কিছুটা চড়তে পরে বলে ঋণনীতিতে ইঙ্গিতও দিয়েছিলেন তাঁরা। শক্তিকান্তের দাবি, প্রাথমিক ভাবে পরিসংখ্যানগত কিছু কারণে তার হিসাব বেশি হয়েছে। বিশেষত অক্টোবর-ডিসেম্বরে। পরের মাসগুলিতেও অন্য রকম ভাবে সেই উঁচু ভিতের প্রভাব পড়তে দেখা যাবে। তবে কেন্দ্রীয় ব্যাঙ্ক পণ্যের দাম নিয়ন্ত্রণ ও আর্থিক বৃদ্ধি নিশ্চিত করার মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া বহাল রাখবে বলে প্রতিশ্রুতি তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement