অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।—ছবি পিটিআই।
ভয়ের কোনও বিষয় নেই বলে দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু দাবির স্বপক্ষে দেশীয় লগ্নির বদলে হাজির করলেন বিদেশি লগ্নির তথ্য।
গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নির্মলা ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সামনে শিল্পপতি রাহুল বজাজ মোদী জমানায় ভয়ের আবহ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, কেন সরকারের বিরুদ্ধে লোকে মুখ খুলতে ভয় পায়! প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও বলেছিলেন, পুরো শিল্প মহলই আতঙ্কিত। ভয়ের কারণ ইডি, আয়কর দফতরের হেনস্থা। সে কারণেই শিল্পপতিরা লগ্নি করছেন না।
আজ লোকসভায় বিরোধীরা বাজেট অতিরিক্ত অর্থ বরাদ্দ নিয়ে আলোচনায় ভয়ের আবহ নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে নির্মলার যুক্তি, চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে ২০৯০ কোটি ডলার নিট বিদেশি লগ্নি এসেছে। যেখানে গত অর্থবর্ষের প্রথম ছ’মাসে তা ছিল ১৭০০ কোটি ডলার। তাঁর দাবি, ‘‘কোনও ভয়ের বিষয় নেই।’’
বিরোধী ও অর্থনীতিবিদদের দাবি ছিল, অর্থনীতিকে চাঙ্গা করতে গ্রামের মানুষের হাতে বাড়তি টাকা জোগানো হোক। যাতে বাজারে চাহিদা বাড়ে। আজ নির্মলার দাবি, ইউপিএ আমলের শেষ পর্বে একশো দিনের কাজে ৩৩,০০০ কোটি টাকা বরাদ্দ হত। এখন তা ৬০,০০০ কোটির বেশি। ৬.২ কোটি মানুষ কাজ পেয়েছেন। ১৬৯.১৭ কোটি কর্মদিবস তৈরি হয়েছে।
অর্থনীতির ঝিমুনির ফলে রাজস্ব আয় কমলে অর্থমন্ত্রী কী ভাবে রাজকোষ ঘাটতি সামাল দেবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। নির্মলার দাবি, অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় ১৫% বেড়েছে। রাজস্ব ব্যয় বেড়েছে ১৩.৬% ও মূলধনী ব্যয় ১৩.৭%। অর্থমন্ত্রীর দাবি, বাজারে চাহিদা বাড়াতে সরকার যথেষ্ট খরচ করছে। গত অর্থবর্ষের তুলনায় এ বছরে কৃষিতে বরাদ্দ ২৫০% বেড়েছে বলেও জানান তিনি।