Income from Direct Tax Collection

প্রত্যক্ষ কর থেকে আয় ৮ লক্ষ ৬৫ হাজার কোটি! ২৩.৫ শতাংশ আয় বাড়ল কেন্দ্রের

প্রত্যক্ষ কর থেকে আদায় করা এই অর্থের মধ্যে রয়েছে ব্যক্তিগত আয়কর (ইনকাম ট্যাক্স), বাণিজ্য কর (কর্পোরেট ট্যাক্স)-সহ বিভিন্ন কর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৯
Share:

প্রত্যক্ষ কর আয় বাড়ল কেন্দ্রের। প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রত্যক্ষ কর সংগ্রহ থেকে অর্থ সংগ্রহ বাড়ল কেন্দ্রের। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ১ এপ্রিল থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কর বাবদ কেন্দ্রের আয় হয়েছে আট লক্ষ ৬৫ হাজার কোটি টাকা।

Advertisement

বার্ষিক হিসাব ধরলে প্রত্যক্ষ কর সংগ্রহ থেকে কেন্দ্রের আয় বৃদ্ধি পেয়েছে ২৩.৫ শতাংশ। প্রত্যক্ষ কর সংগ্রহ থেকে আদায় করা এই অর্থের মধ্যে রয়েছে ব্যক্তিগত আয়কর (ইনকাম ট্যাক্স), বাণিজ্য কর (কর্পোরেট ট্যাক্স)-সহ বিভিন্ন কর।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তথ্য মতে, ব্যক্তিগত আয়কর থেকে সংগ্রহ করা অর্থের পরিমাণ চার লক্ষ ৪৭ হাজার কোটি টাকা, বাণিজ্য কর থেকে আয় হয়েছে চার লক্ষ ১৬ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, এক লক্ষ ২২ হাজার কোটি টাকা কর থেকে প্রাপ্ত অর্থ ফেরত করেছে কেন্দ্র। অর্থাৎ, কর থেকে প্রাপ্ত অর্থ ফেরতের আগে কেন্দ্রের আয়ের পরিমাণ ৯ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা। এ ছাড়াও টিডিএস থেকে সংগ্রহ করা অর্থের পরিমাণ পাঁচ লক্ষ ১৯ হাজার কোটি টাকা, অ্যাডভান্স ট্যাক্স থেকে তিন লক্ষ ৫৫ হাজার কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement