ডলারের সাপেক্ষে আরও পড়ল টাকার দাম। —প্রতীকী চিত্র।
কমেই চলেছে টাকা। বৃহস্পতিবার তার দাম ডলারের সাপেক্ষে আরও কিছুটা পড়ে সর্বনিম্ন হওয়ার নতুন নজির গড়ল। ডলার ৫ পয়সা বেড়ে এই প্রথম হল ৮৪.৮৮ টাকা।
বিশেষজ্ঞ মহলের দাবি, এ দিন ভারতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির একাংশ ফের শেয়ার বিক্রি করেছে। বিশ্ব বাজারে ব্যারেল পিছু ৭১ ডলারের কাছে নেমে যাওয়া অশোধিত তেল আবার উঠে ৭৩ ডলার পেরিয়ে যাওয়ায় বহু আমদানিকারী হাতে ডলার মজুত করেছেন। একাংশের ক্ষেত্রে সেই মজুতের পরিমাণ আরও বেশি। কারণ, পশ্চিম এশিয়ায় অশান্তির কারণে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তার উপর এমনিতেই ডলার সূচক চাঙ্গা। সব মিলিয়ে ডলারের চাহিদা বৃদ্ধি তার দামকে তুলে দিয়ে ভারতীয় মুদ্রাকে দুর্বল করছে।
পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘এক ডলারের দাম দ্রত ৮৫ টাকা হওয়ার আশঙ্কা ক্রমশ সত্যি হচ্ছে। ওখানে পৌঁছে ভারতীয় মুদ্রা একটু থিতু হতে পারে। তবে টাকা খুব দ্রুত গতিতে পড়লে তখন সেই অবাঞ্ছিত অস্থিরতা আটকাতে রিজ়ার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করতে পারে, না হলে নয়।’’ রাজেন্দ্রর মন্তব্য, ‘‘নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রের সামনের পথটা বেশ কঠিন।’’