চট্টগ্রামে এলপিজি টার্মিনাল গড়বে ইন্ডিয়ান অয়েল

রান্নার গ্যাস আমদানির জন্য একটি টার্মিনাল তৈরি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সঙ্গে চুক্তি সই করল ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৩:৩৯
Share:

রান্নার গ্যাস আমদানির জন্য একটি টার্মিনাল তৈরি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সঙ্গে চুক্তি সই করল ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে গড়া হবে ওই এলপিজি আমদানি টার্মিনাল। সেখান থেকে পাইপলাইন বসানো হবে ত্রিপুরা পর্যন্ত।

Advertisement

ভারত চায়, বাংলাদেশ বন্দরের ওই টার্মিনাল ব্যবহার করেই রান্নার গ্যাস বয়ে নিয়ে আসতে। তার পরে যা ত্রিপুরায় সরবরাহ করা হবে পাইপের মাধ্যমে। উল্লেখ্য, এই চুক্তি সই হল এমন সময়ে, যখন কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিন দিনের সফরে বাংলাদেশ গিয়েছেন।

আইওসি ও বিপিসি-র চুক্তি সম্পর্কে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এর ফলে আমদানি টার্মিনালটি গড়ে তোলা, রান্নার গ্যাসের বিপণন, বাংলাদেশে সেই সংক্রান্ত পরিকাঠামো তৈরি ও চট্টগ্রাম থেকে ত্রিপুরায় গ্যাস বয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পর্কে আলাপ-আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement