চলতি আর্থিক বছরে বৃদ্ধি ৬.৫% ছাড়াবে বলে ইঙ্গিত দিলেন অরবিন্দ পানাগড়িয়া। এবং সেটাই অর্থনীতির সেরে ওঠার লক্ষণ বলে মন্তব্য করেছেন তিনি।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ও নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের দাবি, তিন বছর ধরে দেশের অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল। চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন ঘাটতি নেমেছে জাতীয় আয়ের ১ শতাংশে। নীচের দিকে মূল্যবৃদ্ধিও। সব মিলিয়ে অর্থনীতির হাল ফিরছে। যার জেরে বৃদ্ধি আগের ত্রৈমাসিকের ৫.৭% থেকে বেড়ে জুলাই-সেপ্টেম্বরে ৬.৩% ছুঁয়েছে বলে তাঁর মত। জুলাইয়ে জিএসটি চালু হওয়ায় পণ্য জোগানে কিছুটা ঘাটতির জেরেই এপ্রিল থেকে জুনে বৃদ্ধি ৫.৭ শতাংশে নেমেছিল বলেও দাবি তাঁর।
অর্থনীতির হাল ফেরা নিয়ে তিনি আর্থিক উপদেষ্টা সংস্থা গোল্ডম্যান স্যাক্সের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করেন। সেখানে ২০১৮-’১৯-এ ৮% বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।