প্রতীকী ছবি।
কেব্ল, ডিটিএইচে গ্রাহকের টিভি দেখার খরচ কমাতে ও পছন্দের চ্যানেল দেখাতে সম্প্রতি মাসুল নীতি সংশোধন করেছে নিয়ন্ত্রক ট্রাই। যা চালু হবে ১ মার্চ। কিন্তু আপত্তি তুলে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছোড়ার হুঁশিয়ারি দিল চ্যানেল সংস্থাগুলির সংগঠন ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফেডারেশন (আইবিএফ)। শুক্রবার মুম্বইতে এর প্রেসিডেন্ট তথা সোনি পিকচার্স নেটওয়ার্কসের এমডি-সিইও এন পি সিংহ বলেন, ‘‘নয়া নীতিতে ব্যবসা ধাক্কা খাবে। ছোট চ্যানেল সংস্থা গুটিয়ে যাবে। কর্মসংস্থান কমবে। এই নীতি গুচ্ছ ভিত্তিক (বোকে বা প্যাকেজ) পরিষেবারও বিরোধী।’’
গত বছর ট্রাইয়ের নতুন নীতি চালুর পরে অভিযোগ ওঠে, এমন ভাবে চ্যানেলের দাম ধার্য হচ্ছে, যে আলাদা ভাবে (আ-লা-কার্ট) চ্যানেলের বদলে বোকে নিতে হচ্ছে। যেখানে থাকছে কিছু অপছন্দের চ্যানেলও। তার পরেই নতুন মাসুল নীতি বদলায় ট্রাই। অপছন্দের চ্যানেল রাখা রুখতে বোকের চ্যানেলের দাম নতুন ভাবে নির্ধারণের নিয়ম করে। বলা হয়, চ্যানেল ১২ টাকা বা তার কম দামের হলে বোকেতে রাখা যাবে। চ্যানেল দেখার ক্ষমতা বাড়িয়ে খরচ কমানো হয়। উপদেষ্টা সংস্থা ইক্রার দাবি, সংশোধিত নীতিতে গ্রাহক আলাদা ভাবে চ্যানেল বাছলে মাসিক খরচ ৬-১৪% কমতে পারে।