USA

ট্রাম্পের সফরেই চুক্তির লক্ষ্য

সূত্রের খবর, সম্প্রতি দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে চুক্তি নিয়ে কথা এগিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০৮:৩৩
Share:

দীর্ঘ টানাপড়েনের পরে চূড়ান্ত রূপ পেতে চলেছে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। শীঘ্রই ভারত সফরে আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজ়ার। সরকারি সূত্রের দাবি, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে তাঁর বৈঠকে চুক্তির রূপরেখা ঠিক হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। এখনও পর্যন্ত স্থির আছে, ওই সময়েই চুক্তি সই হবে।

Advertisement

সূত্রের খবর, সম্প্রতি দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে চুক্তি নিয়ে কথা এগিয়েছে। ট্রাম্প প্রশাসনের ছ’জন বাণিজ্য প্রতিনিধির দল নয়াদিল্লিতে এসে পীযূষের সঙ্গে কথাও বলেছেন। জানা গিয়েছে, হৃদ‌্‌রোগের চিকিৎসার স্টেন্ট-সহ বিভিন্ন মার্কিন চিকিৎসা সরঞ্জাম আমদানিতে ভারত যে ঊর্ধ্বসীমা বেঁধেছে, তা কিছুটা শিথিল করতে রাজি নয়াদিল্লি। আবার ট্রাম্প চান, আমেরিকা থেকে ভারতে আসা অ্যাপলের মতো দামি স্মার্টফোন, স্মার্ট-ঘড়িতে আমদানি শুল্ক কমানো বা তোলা হোক। এ ক্ষেত্রেও শুল্কে কিছুটা ছাড় দেওয়া হতে পারে আমেরিকাকে।

ট্রাম্প মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার আরও খোলার কথাও বলেছেন। তবে চাষি ও পশুপালকদের কথা ভেবে বিজেপি নেতৃত্ব আপাতত এতে নারাজ। উল্টে মোদী সরকার চাইছে, ভারতের ইস্পাত, অ্যালুমিনিয়াম থেকে বাড়তি শুল্ক তুলুন ট্রাম্প। কৃষি, ইঞ্জিনিয়ারিং পণ্য ও আঙুর-সহ বিভিন্ন ফলের জন্য আরও খুলুন মার্কিন বাজার। বিষয়গুলি নিয়ে বিশদে কথা হবে বাণিজ্য

Advertisement

প্রতিনিধি দলের আসন্ন বৈঠকে।

জেনারাইলজ়ড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) আওতায় ৫৬০ কোটি ডলার মূল্যের ভারতীয় পণ্য নিঃশুল্ক রফতানির সুবিধা গত বছর প্রত্যাহার করেছে ওয়াশিংটন। ডাভোসে এ নিয়ে দর কষাকষি হয়েছে দু’পক্ষের। ট্রাম্প ওই সুবিধা প্রত্যাহার করায় ভারতও পাল্টা ২৬টি মার্কিন পণ্যে আমদানি শুল্ক বাড়ায়। তার পর থেকে টানাপড়েন চলছে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যে। বাণিজ্য মন্ত্রক সূত্রের বক্তব্য, লাইটহাইজ়ারের আসন্ন সফরে এ নিয়ে জট খুলতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement