বিকল্প পথ খুঁজলেও আশা বহাল দিল্লির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার জেরে ইরান থেকে তেল আমদানি বন্ধ হতে পারে বলে ইতিমধ্যেই বিকল্পের সন্ধানে ভারত। তবে অন্তত নভেম্বর পর্যন্ত ওই তেল আনায় বাধা নেই। তাই এই সময়ের মধ্যে ট্রাম্পের এ বিষয়ে কিছুটা নরম হওয়ার আশাও একেবারে ছেড়ে দিচ্ছে না তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ০৩:২৪
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার জেরে ইরান থেকে তেল আমদানি বন্ধ হতে পারে বলে ইতিমধ্যেই বিকল্পের সন্ধানে ভারত। তবে অন্তত নভেম্বর পর্যন্ত ওই তেল আনায় বাধা নেই। তাই এই সময়ের মধ্যে ট্রাম্পের এ বিষয়ে কিছুটা নরম হওয়ার আশাও একেবারে ছেড়ে দিচ্ছে না তারা।

Advertisement

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ইরান থেকে তেল আমদানি নভেম্বর পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যেই আমেরিকার সঙ্গে কথা বলে নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করতে পারে সাউথ ব্লক। চলতি মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলতে আমেরিকা থেকে একাধিক শীর্ষ কর্তা ভারতে আসবেন। সেখানে এ বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশ মন্ত্রকের ইঙ্গিত, আমেরিকা ইতিমধ্যেই এ নিয়ে কিছুটা নরম মনোভাব নিচ্ছে।

সম্প্রতি মার্কিন বিদেশ দফতরের নীতি নির্ধারক বিষয়ক শীর্ষ কর্তা ব্রায়ান হুক জানান, যে সব দেশ ইরান থেকে তেল কেনা বন্ধে তৎপর, তাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলতে তাঁরা তৈরি। অর্থাৎ ইঙ্গিত, ওই সব দেশের সুবিধা-অসুবিধাও বিবেচনার। খতিয়ে দেখা তাদের আমদানির বরাত। যদিও ভারত-সহ কোনও দেশকে ছাড় না দেওয়ার কথাই এখনও বলেছে আমেরিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement