দেশের সর্বোচ্চ গতির ইলেকট্রিক বাইকের ডেলিভারি শুরু হল

এখন কেবলমাত্র হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতেই এই ইলেকট্রিক বাইকের ডেলিভারি করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৭:০৭
Share:

ইলেকট্রিক বাইক কৃদন। ছবি টুইটার থেকে নেওয়া।

ইলেকট্রিক বাইক তৈরির ভারতীয় স্টার্ট আপ সংস্থা ওয়ান ইলেকট্রিক তাদের তৈরি বাইক ‘কৃদন’-এর ডেলিভারি সম্প্রতি শুরু হয়েছে বলে জানিয়েছে।

Advertisement

এখন কেবলমাত্র হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতেই এই ইলেকট্রিক বাইকের ডেলিভারি করা হবে। ২০২১-এর জানুয়ারির মধ্যে তামিলনাড়ু এবং কেরলে পাওয়া যাবে তা। তার পর মহারাষ্ট্র এবং দিল্লিতে ডেলিভারি দেওয়া শুরু হবে। ওয়ান ইলেকট্রিকের দাবি, তাদের তৈরি কৃদন বাইকটি ভারতের বাজারে লভ্য সর্বোচ্চ গতির ইলেকট্রিক বাইক। এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৯৫ কিলোমিটার।

এই ইলেকট্রিক বাইকে রয়েছে ৩ কিলোওয়াট ঘণ্টার লিথিয়াম ব্যাটারি। ইকো মোডে থাকলে ফুল চার্জে তা ১১০ কিলোমিটার যেতে পারবে। সাধারণ অবস্থায় ৮০ কিলোমিটার। এ ছাড়াও থাকছে ডিজিটাল ওডোমিটার। ডিস্ক এবং ড্রাম, দু’ধরনের ব্রেকিং সিস্টেমেই পাওয়া যাবে এই ইলেকট্রিক বাইক। এই বাইকের শো-রুমের দাম ১ লক্ষ ২৯ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement