সুযোগ বাড়ছে যৌথ কাজের, ডাক ভারতের

গত বছর খোদ বিশ্ব ব্যাঙ্কের ইজ় অব ডুয়িং বিজনেসের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ৭৭-এ জায়গা করে নিয়েছে এই দেশ।

Advertisement

সংবাদ সংস্থা

রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ০৩:১৫
Share:

ভারতের বৃদ্ধির হার বড় অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুততম। আর তা-ই সুযোগ করে দিচ্ছে পরিকাঠামো, বিদ্যুৎ, প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে এ দেশের সঙ্গে মিলে কাজ করার। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এক আলোচনাসভায় এই কথা জানান রাষ্ট্রপুঞ্জে ভারতীয় মিশনের কাউন্সেলর আশিস সিন্‌হা।

Advertisement

তাঁর মতে, গত কয়েক বছর ধরেই ভারতে বৃদ্ধির হার ৭ শতাংশের বেশি থেকেছে। গত বছর খোদ বিশ্ব ব্যাঙ্কের ইজ় অব ডুয়িং বিজনেসের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ৭৭-এ জায়গা করে নিয়েছে এই দেশ। আগামী দিনেও বৃদ্ধির গতি বজায় থাকবে বলে আশা। ফলে ভারতের সম্ভাবনাময় বাজার অন্য দেশগুলিকে উৎসাহিত করবে।

সিন্‌হা এ কথা বললেও অনেকে মনে করিয়ে দিচ্ছেন যে, চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছে খোদ বিশ্ব ব্যাঙ্ক। একই কথা জানিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং রিজার্ভ ব্যাঙ্কও। তার উপরে আগামী দিনে বিশ্ব অর্থনীতির গতি শ্লথ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর তা হলে রফতানিতে ধাক্কা লাগার সম্ভাবনাও থেকে যাচ্ছে। তাই আপাতত অবস্থা কী দাঁড়ায়, তা দেখতে চাইছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement