গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল থেকেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের অন্তিম পর্ব শুরু হয়ে গিয়েছে। শেষ হয়েছে আজ সকালে। এ বার গণনার পালা। সে দেশের ৫০টি প্রদেশের ভোটারের সংখ্যায় বিস্তর ফারাক। ফলে সব প্রদেশের গণনা একই সঙ্গে শেষ হবে না। এরই মধ্যে এফবিআইয়ের মতো সংস্থা রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছে।
কার দখলে হোয়াইট হাউস, কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প? মিলবে কি ইঙ্গিত
এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প এবং কমলার মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে না। কেন্দ্রীয় পর্যায়ে (ফেডারেল) নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হবে এক একটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। মাইন এবং নেব্রাসকা— এই দু’টি প্রদেশ বাদে বাকি সবগুলি রাজ্যের ইলেক্টোরাল ভোট যোগ করলে যে প্রার্থী ২৭০ বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সেই প্রার্থীর ‘রানিং মেট’ হয়ে যাবেন ভাইস প্রেসিডেন্ট। গণনার গতিপ্রকৃতির দিকে আজ নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার সপ্তম শুনানি
সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছিল আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তার পরিবর্তে আজ সকালে মামলাটি শুনবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশনামা দিয়ে জানিয়েছে, আজকের শুনানির তালিকায় প্রথম থাকবে আরজি কর মামলা। অর্থাৎ, আজ আদালত বসলে সবার প্রথমে এই মামলাটির শুনানি হবে।
আমেরিকায় সেনেট ও হাউসের ভোটগণনা
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আরও দু’টি নির্বাচন হচ্ছে। এই দফায় আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের ৪৩৫ আসনের সব ক’টির নির্বাচন হচ্ছে। বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পাশাপাশি প্রেসিডেন্ট-সহ গুরুত্বপূর্ণ পদে জয়ী প্রার্থীদের নিয়োগপত্র সুপ্রিম কোর্ট পেশ করে সেনেটেই। তাই হাউস ও সেনেটের ভোট সাধারণ নির্বাচনের থেকে কম গুরুত্বপূর্ণ নয়। আজ নজর থাকবে সে দিকেও।
ইজ়রায়েলের ‘গোপন’ খবর পাচার, পশ্চিম এশিয়ার সঙ্কট কোন পথে
হামলা চালিয়েছে ইজ়রায়েল সেনা। গাজ়ায় নিহতের সংখ্যা সাড়ে ৪৩ হাজার ছুঁল। লেবাননে তিন হাজার। যুদ্ধের ‘গোপন খবর’ পাচারের অভিযোগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের আধিকারিককে গ্রেফতার করেছে ইজ়রায়েল পুলিশ। আজ এই পরিস্থিতির দিকেও নজর থাকবে।
তাপমাত্রায় হেরফের নেই, বাংলায় শীত কবে আসবে
মঙ্গলবারও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে বলে। উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা হলে রাজ্যে শীত কবে আসবে? এখনও কিছু স্পষ্ট ভাবে বলেনি আলিপুর আবহাওয়া দফতর।