India Lockdown

ভারতের বৃদ্ধি ১.১%, এশিয়া ০! পিছিয়ে বাকিরা 

করোনা মোকাবিলায় ভারতের ত্রাণ প্রকল্প ও নগদের সমস্যার সুরাহায় রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের প্রশংসা করেছে আইএমএফ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০৪:১৪
Share:

প্রতীকী ছবি।

করোনাভাইরাসের জেরে আর্থিক কর্মকাণ্ড স্তব্ধ। প্রায় প্রতি দিনই আশঙ্কার নিত্যনতুন পরিসংখ্যান আসছে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। বদলাচ্ছে বিশ্লেষণ। বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখার রিপোর্ট জানাল, লকডাউনের প্রভাবে ভারতীয় অর্থনীতির ক্ষতির অঙ্ক ছুঁতে পারে ২১.১ লক্ষ কোটি টাকা। চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার নামতে পারে ১.১ শতাংশে। আর আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) দাবি, ২০২০ সালে এশিয়া ০% বৃদ্ধির মুখ দেখতে পারে। বাকিরা থাকবে আরও পিছনে। অর্থাৎ, অন্যান্য মহাদেশের অর্থনীতি সরাসরি কমতে চলেছে।

Advertisement

করোনা মোকাবিলায় ভারতের ত্রাণ প্রকল্প ও নগদের সমস্যার সুরাহায় রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের প্রশংসা করেছে আইএমএফ। এ দিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আইএমএফের মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, বিশ্বের আর্থিক কাঠামো পোক্ত রাখাতে আইএমএফ-কে ভূমিকা নিতে করতে হবে। আইএমএফ কর্ণধার ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, দেশগুলিকে সাহায্য করতে ঋণ দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা (১ লক্ষ কোটি ডলার) কাজে লাগাতে পারেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement