সাইপ্রাস থেকে আসা লগ্নিকে করের আওতায় আনতে এ বার চুক্তি করবে ভারত। এ ব্যাপারে চলতি সপ্তাহেই দু’দেশ একমত হয়েছে বলে আলাদা বিবৃতিতে জানিয়েছে তারা।
ভারতের অর্থ মন্ত্রক জানিয়েছে, সাইপ্রাসের বিদেশি লগ্নি সংক্রান্ত খসড়া চুক্তিটি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে। সে ক্ষেত্রে মরিশাসের সঙ্গে চুক্তির ধাঁচেই ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ভারতে ব্যবসা করা সাইপ্রাসের সংস্থার শেয়ার বিক্রিতে বসবে মূলধনী লাভকর। ফলে নিয়মের গণ্ডিতে আসবে কর এড়ানোর স্বর্গরাজ্য বলে পরিচিত সাইপ্রাসও। ভবিষ্যতে সিঙ্গাপুরও আসবে একই ধরনের চুক্তির আওতায়।
ভারত ও সাইপ্রাসের মধ্যে নতুন দ্বৈত কর প্রতিরোধ চুক্তির লক্ষ্য হবে এ ধরনের লেনদেনকে করের আওতায় এনে কালো টাকায় রাশ টানা। একই সঙ্গে অবশ্য বিদেশি লগ্নিকারীদের স্বস্তি দিতে ২০১৭ সালের ১ এপ্রিলের আগে করা লগ্নির ক্ষেত্রে মূলধনী লাভ হয়ে থাকলেও কর বসবে না, যে সুবিধা দেওয়া হয়েছে মরিশাসকেও।
প্রসঙ্গত, ২০০০ সালের এপ্রিল মাস থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত ভারতে সাইপ্রাস থেকে আসা প্রত্যক্ষ বিদেশি লগ্নির পরিমাণ ৪২,৬৮০.৭৬ কোটি টাকা।