world bank

World Bank: বিশ্বব্যাঙ্কের মুখ্য অর্থনীতিক নিযুক্ত হলেন ইন্দরমিত গিল

কৌশিক বসু ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বব্যাঙ্কের মুখ্য অর্থনীতিকের দায়িত্বভার সামলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ২৩:২১
Share:

ইন্দরমিত গিল।

বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ নিযুক্ত হলেন ইন্দরমিত গিল। কৌশিক বসুর পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ওই পদ অলঙ্কৃত করবেন তিনি। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন।

Advertisement

বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস একটি বিবৃতিতে জানান, উন্নয়ন, দারিদ্র, জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে ইন্দরমিতের। বর্তমান পদের জন্য এগুলির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে কৌশিক বসু ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বব্যাঙ্কের মুখ্য অর্থনীতিকের দায়িত্বভার সামলেছেন। তবে বিশ্বব্যাঙ্কের সহযোগী সংস্থা আন্তর্জাতিক অর্থ ভান্ডারের মুখ্য অর্থনীতিক হিসাবে কাজ করেছেন, রঘুরাম রাজন, গীতা গোপীনাথেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement