পুরনো গাড়ি বাতিলের যে খসড়া নীতি কেন্দ্র তৈরি করেছে, তা চিন্তার ভাঁজ ফেলেছে শিল্পের কপালে। গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়ামের বক্তব্য, এতে নতুন গাড়ির নথিভুক্তির খরচ (রেজিস্ট্রেশন ফি) যে হারে বাড়ানোর কথা বলা হয়েছে, তাতে শিল্পের সমস্যা বাড়বে। তবে খসড়ায় বলা হয়েছে, পুরনো গাড়ি বাতিল করে নতুন গাড়ি কিনলে বাড়তি খরচ দিতে হবে না।
সিয়ামের অভিযোগ, বিভিন্ন গাড়ির মাপকাঠি অনুযায়ী নতুন গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০-২০ গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। যেমন মাঝারি যাত্রী বা পণ্যবাহী গাড়ির ফি ১,০০০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা করার কথা বলা হয়েছে। নতুন ট্রাক বা বাসের ক্ষেত্রে তা ১,৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা। দু’চাকার গাড়ির ক্ষেত্রে ৫০ টাকা থেকে ১,০০০ টাকা। আর যাত্রিগাড়ির (কার) ক্ষেত্রে ৬০০ টাকা থেকে ৫,০০০ টাকা করার কথা বলছে কেন্দ্র। সিয়াম প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা বলেন, ‘‘এতে অবস্থা আরও খারাপ হবে।’’ এমনিতেই গাড়ি বিক্রি কমছে। সিয়ামের আর্জি, শিল্পের প্রস্তাব আগে কার্যকর করুক কেন্দ্র।