Disel

রেকর্ড ডিজেলে

সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এতে বাস-ট্যাক্সিতে চড়ার খরচ বাড়তে পারে।

Advertisement

দেবপ্রিয় সেনগুপ্ত

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০৪:৫৪
Share:

প্রতীকী ছবি।

করোনা টিকার বাজারে আসা নিয়ে উত্তেজনায় ফুটছে দেশ, ঠিক তখনই হাত পড়ল আমজনতার পকেটে। ৩০ দিন স্থির থাকার পরে আজ কলকাতায়, ইন্ডিয়ান অয়েলের পাম্পে ডিজেলের দাম লিটার পিছু ২৬ পয়সা বেড়ে এই প্রথম পৌঁছে গেল ৭৭.৭০ টাকায়। যা ২০১৩ সালে দামে সরকারি নিয়ন্ত্রণ ওঠার পরে সব থেকে বেশি।

Advertisement

সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এতে বাস-ট্যাক্সিতে চড়ার খরচ বাড়তে পারে। বয়ে নিয়ে যাওয়ার খরচ বাড়ায়, চড়তে পারে আনাজ-সহ খাদ্যপণ্য এবং অন্যান্য জিনিসপত্রের দামও। আখেরে যার মাসুল গুণবেন আমজনতা। রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে পেট্রলও। লিটারে ২৫ পয়সা বেড়ে তা ৮৫.৪৪ টাকায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধিই এর কারণ। তবে বিরোধী-সহ সংশ্লিষ্ট মহলের অভিযোগ, লকডাউনের সময় অশোধিত তেলের দর যখন তলিয়ে গিয়েছিল, তখন কিন্তু দেশে জ্বালানির দাম সেই হারে কমায়নি মোদী সরকার। উল্টে উৎপাদন শুল্ক বাড়িয়ে রাজকোষ ভরেছে। তা হলে এখন সেই শুল্ক কমিয়ে কেন আমজনতার বোঝা কমাবে না তারা? বিশেষত করোনায় যখন বিপর্যস্ত বহু মানুষের রুজি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement