বড় বিদ্যুৎ বিলেও আয়কর রিটার্ন 

রাজস্ব বাড়াতে প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়ানোয় জোর দিচ্ছে কেন্দ্র। আরও বেশি মানুষকে করের আওতায় আনার চেষ্টা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ০২:২৭
Share:

আয়কর রিটার্ন দাখিল ভবিষ্যতে আর সীমাবদ্ধ থাকছে না করযোগ্য আয়ের ক্ষেত্রে। বিদেশ ভ্রমণ বা বড় অঙ্কের বিদ্যুৎ বিল এলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এর জন্য আয়কর আইনে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে এ বারের বাজেটে। সে ক্ষেত্রে ২০২০-২১ হিসেব বর্ষ থেকে তা কার্যকর হবে।

Advertisement

রাজস্ব বাড়াতে প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়ানোয় জোর দিচ্ছে কেন্দ্র। আরও বেশি মানুষকে করের আওতায় আনার চেষ্টা হচ্ছে। এই প্রেক্ষিতে বাজেট নথিতে বলা হয়েছে, কোনও ব্যক্তির এক বা একাধিক কারেন্ট অ্যাকাউন্টে বছরে ১ কোটি টাকার বেশি জমা পড়লেই রিটার্ন দাখিল করতে হবে। তাঁর আয় করযোগ্য অঙ্কের নীচে থাকলেও তা বাধ্যতামূলক। আবার নিজের অথবা অন্য কারও বিদেশ ভ্রমণের জন্য ২ লক্ষ টাকার বেশি খরচ করলেও প্রযোজ্য হবে একই নিয়ম। এমনকি, বছরে ১ লক্ষ টাকার বেশি বিদ্যুতের বিল এলেই দাখিল করতে হবে রিটার্ন। এর জন্য আয়কর আইনের ১৩৯ নম্বর ধারায় সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement