ফোক্সভাগেনের কাছে ১৪০ কোটি ডলার চেয়ে নোটিস পাঠাল ভারতীয় কর বিভাগ। —ফাইল চিত্র।
কর ফাঁকির অভিযোগে জার্মানির গাড়ি সংস্থা ফোক্সভাগেনের কাছে ১৪০ কোটি ডলার (প্রায় ১১,৮৬৫ কোটি টাকা) চেয়ে নোটিস পাঠাল ভারতীয় কর বিভাগ। তাদের বক্তব্য, যে সমস্ত আমদানিকৃত যন্ত্রাংশ জুড়ে এ দেশে গাড়ি তৈরি করা হয়, তার ভুল ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, ফোক্সভাগেন বিদেশ থেকে যন্ত্রাংশ নিয়ে এসে এ দেশে জোড়ে। সেই ‘কিট’-এর উপরে ৩৫% বসার কথা। অথচ সংস্থাটি সেগুলি পৃথক পৃথক যন্ত্রাংশ হিসেবে দেখিয়েছে। যেখানে করের হার ৫%-১৫%। সংস্থা অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।