করোনা সংক্রমণ যে অতিমারির আকার নিয়ে গোটা বিশ্বের ছন্দ নষ্ট করবে, তা গোড়ার দিকেও তেমন আঁচ করা যায়নি। সময় যত গড়িয়েছে, চেনা পরিবেশ ততই বদলে গিয়েছে সঙ্কটে। তবে বৃহস্পতিবার ইনফোকমের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের বার্তা, সেই সঙ্কটই এখন তৈরি করছে ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ। যার সদ্ব্যবহার করতে যাবতীয় বদলের সঙ্গে মানিয়ে নিয়ে নতুন পরিস্থিতিতে এগোনোর কৌশল স্থির করা জরুরি।
করোনা পরবর্তী সময়ের সমস্যা, চাহিদা ও সুযোগ, সব কিছু যাচাই করে পরিকল্পনা তৈরির কথা বলেছেন ভারতে গুগ্লের কান্ট্রি ম্যানেজার তথা ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্ত। আর অ্যাকসেনচারের চিফ স্ট্র্যাটেজি অফিসার ভাস্কর ঘোষের মতে, সঙ্কট মোকাবিলার উপায়ই নতুন পথে হাঁটার কৌশল স্থির করে দেবে।
বরাবরই ইনফোকমের মঞ্চের লক্ষ্য হয় প্রযুক্তি ও উদ্ভাবনের মেলন্ধন। করোনা হানার পরে তার প্রয়োজন আরও বেড়েছে। কারণ, আগামী দিনে স্বাভাবিক পরিস্থিতির সংজ্ঞা কী হবে, তা এখনও স্পষ্ট নয় কারওর কাছে। সেই প্রেক্ষাপটে ইনফোকম ২০২০-র প্রতিপাদ্য তাই ‘দ্য নেক্সট নর্মাল’।
আরও খবর: আমেরিকায় ৯৯ আক্রান্ত মিনিটে, মৃত্যুরও রেকর্ড
সঞ্জয়ের দাবি, এই সময়টা আমূল পরিবর্তনের। উদাহরণ হিসেবে কখনও তিনি এই প্রথম অনলাইনে ইনফোকম আয়োজনের কথা টেনে এনে বলেছেন, প্রযুক্তির হাত ধরে এই মঞ্চের অনেক বেশি মানুষের কাছে পৌঁছোনোর কথা। কখনও বদলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজন বোঝাতে উল্লেখ করেছেন শক্তিশালী হয়েও পৃথিবীর বুক থেকে ডাইনোসরের মতো প্রাণির হারিয়ে যাওয়ার ঘটনার।
আরও খবর: লক্ষ্য ভারসাম্য, সৌদি-ভারত সম্পর্ক বাড়ছে
আর ভাস্করের মতে, নেতৃত্ব দেবেন যাঁরা, ব্যবসার বদলে যাওয়া চাহিদাকে মাথায় রাখতে হবে তাঁদের। প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবহিত থাকতে হবে। সেই পথেই সমস্যা মেটানোর সূত্র খুঁজে সম্ভাবনার বাজার ধরতে হবে।
আজ ও কাল, দু’দিন আরও আলোচনা পর্বে নতুন পথের খোঁজে থাকবে ইনফোকমের মঞ্চ।