Coronavirus

বিদ্যুতের স্থায়ী খরচ নিয়ে আদালতে

স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান বিবেক আদুকিয়ার দাবি, মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য সংস্থাগুলিকে ইতিমধ্যেই কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০২০ ০৫:১৮
Share:

প্রতীকী ছবি

লকডাউনের কারণে কল-কারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিদ্যুৎ বিলের স্থায়ী খরচে ছাড় চেয়ে ডিভিসি-সহ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে আবেদন জানিয়েছিল বিভিন্ন সংস্থা। কিন্তু তাদের ওই আবেদন কার্যত খারিজ হয়ে যাওয়ায় এ বার আদালতের দ্বারস্থ হয়েছে এইচটি (হাই-টেনশন) বিদ্যুৎ গ্রাহকদের একাংশ।

Advertisement

স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান বিবেক আদুকিয়ার দাবি, মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য সংস্থাগুলিকে ইতিমধ্যেই কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। তিনি জানান, তাঁরা ডিভিসির বিরুদ্ধে এবং অন্য অনেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বিরুদ্ধে আদালতে গিয়েছেন। আদালত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে তাঁদের অভিযোগগুলি শোনার জন্য। খুব শীঘ্রই কমিশন তা শুনবে বলে দাবি আদুকিয়ার।

উল্লেখ্য, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা আগেই জানিয়েছে, স্থায়ী খরচ তারা মকুব করতে পারবে না। কারণ শিল্প সংস্থাগুলিকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জোগান ঠিক রাখতে পরিকাঠামো ঠিক রাখা থেকে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলিকেও স্থায়ী খরচ দিতে হয়। শনিবারই অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বিদ্যুৎ বিল-সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাগুলিকে রাজ্যের সুরাহা দেওয়া উচিত বলে জানিয়েছিলেন।

Advertisement

এ দিকে, কেন্দ্রের বিদ্যুৎ সংশোধনী বিল ২০২০-র প্রতিবাদে আজ, সোমবার সারা দেশে বিদ্যুৎ ক্ষেত্রে কর্মরত শ্রমিক, কর্মী, ইঞ্জিনিয়ারেরা কালো ব্যাজ পড়ে প্রতিবাদ দিবস পালন করবেন। এনসিসিওইইই-র ডাকে রাজ্যের কর্মী ও ইঞ্জিনিয়ারেরাও প্রতিবাদে শামিল হবেন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement