বিপুল লোকসান ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেলে।
আশঙ্কা যা ছিল, সেটাই হল। এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) বিপুল লোকসানে ডুবল ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল। যা প্রায় ৭৪,০০০ কোটি টাকা। শুধু ভোডাফোন আইডিয়ার ক্ষতিই ছুঁয়েছে ৫০,৯২১ কোটি। সংশ্লিষ্ট মহলের দাবি, কোনও ভারতীয় সংস্থা কখনও এত লোকসান করেনি। এয়ারটেলের ক্ষেত্রে তা ২৩,০৪৫ কোটি।
টেলিকম দফতরের হিসেবকে মান্যতা দিয়ে সম্প্রতি সংস্থাগুলির আয়ের নিরিখে লাইসেন্স ও স্পেকট্রাম ব্যবহারের ফি ধার্যের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোডাফোন, এয়ারটেলের দাবি, এতে তাদের উপরে যে আর্থিক দায় (দুই সংস্থার মোট ৪৪,১৫০ কোটি) চাপবে, তার জন্য অর্থের সংস্থান করতে গিয়েই ক্ষতি এত বেড়েছে।
কেন্দ্রীয় ত্রাণ প্রকল্পের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছে তারা। এয়ারটেলের আশা, শিল্পের বেহাল অবস্থা দেখে নিশ্চয়ই আয়ের হিসেব খতিয়ে আর্থিক দায় কমানো হবে তাদের।