—প্রতীকী ছবি
ছোট ব্যবসায়ীদের জিএসটি সংক্রান্ত হিসেব জমার প্রক্রিয়া সরল করছে কেন্দ্র। যে সব ব্যবসায়ীর আগের বছরের আয় ৫ কোটি টাকার মধ্যে থাকবে, তাঁদের তিন মাস অন্তর রিটার্ন দিতে হবে। আগে প্রতি মাসেই দিতে হত। কর অবশ্য দিতে হবে প্রতি মাসে। নতুন ব্যবস্থা ১ জানুয়ারি থেকে চালু হবে বলে জানিয়েছেন পরোক্ষ কর ও আমদানি শুল্ক পর্ষদের চেয়ারম্যান এম অজিত কুমার। এতে ৯০% ব্যবসায়ীই উপকৃত হবেন।
শনিবার ভারত চেম্বারের এক ওয়েবিনারে কুমার জানান, পরের বছর থেকে ছোট ব্যবসায়ীদের জন্য কর জমার নতুন মাধ্যমও আনা হচ্ছে।
এতে লেনদেনের খাতা শূন্য থাকলে তাঁদের জিএসটি পোর্টালে রিটার্ন জমা দিতে হবে না। ফোনে এসএমএসের মাধ্যমেই তা জমা দেওয়া যাবে। পাশাপাশি, জানুয়ারি থেকেই জিএসটি রিটার্নের নতুন ৩বি ফর্মও চালু করছে পর্ষদ। তাতে ব্যবসায়ী নিজেই দায় ও পাওনার অঙ্ক বদলে লিখতে পারবেন।
সেই সঙ্গে যে নথিভুক্ত ব্যবসায়ীর ২০১৭-১৮ সাল থেকে শুরু করে যে কোনও বছরে পণ্য পরিষেবা লেনদেন ও রফতানি বাবদ আয় ১০০ কোটি টাকা ছাড়িয়েছে, তিনি ই-ইনভয়েস মঞ্জুর করতে পারবেন। জিএসটির ফর্ম-১ জমার সময়ও বাড়িয়েছে পর্ষদ।
তবে কুমারের হুঁশিয়ারি, আগে মেটানো কর ফেরতের ক্ষেত্রে অসৎ উপায় নিলে কড়া ব্যবস্থা নেবেন তাঁরা। রাজকোষের ক্ষতি হলে চালু করা বহু সুবিধা তুলেও নেওয়া হতে পারে।