প্রতীকী ছবি।
ফের কমল জিএসটি আদায়ের অঙ্ক। জানুয়ারিতে (২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আদায় হওয়া) এই খাতে এসেছে ৮৬,৩১৮ কোটি টাকা। যেখানে ডিসেম্বরে (২৪ জানুয়ারি পর্যন্ত) তা ছিল ৮৬,৭০৩ কোটি। অর্থাৎ আদায় কমেছে ৩৮৫ কোটি।
এ দিকে রিটার্ন জমা-সহ জিএসটি মেটানোর পুরো প্রক্রিয়াটি আরও সরল করা হচ্ছে বলে এ দিনই জানান অথর্মন্ত্রী অরুণ জেটলি। সংবাদ সংস্থার খবর, নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘এ ব্যাপারে নতুন নিয়ম তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’’
শুধু গত মাসের তুলনাতেই নয়, জুলাইয়ে চালু হওয়ার পরে কার্যত ধারাবাহিক ভাবে কমেছে জিএসটি আদায়। জুলাইয়েই সবচেয়ে বেশি টাকা এসেছিল, ৯২,২৮৩ কোটি। নভেম্বর পর্যন্ত তা কমে। ডিসেম্বরে কিছুটা বাড়লেও, জানুয়ারি মাসে এ বার তা ফের নামল।
অর্থ মন্ত্রক সূত্রে খবর, জিএসটিতে নতুন সংস্থার নথিভুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত রাজ্যে ২ লক্ষ ৮২ হাজার ১২০টি নতুন সংস্থার নথিভুক্তি অনুমোদিত হয়েছে।