—প্রতীকী চিত্র।
বিমায় জিএসটির হার এখন ১৮%। তা কমানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। ওষুধের ক্ষেত্রেও কর কমানোর দাবি উঠেছে। সূত্রের খবর, জিএসটির হার পুনর্গঠনের সুপারিশের জন্য যে বিশেষ কমিটি তৈরি হয়েছে, আগামী ২২ অগস্ট তার বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। তার পরে ৯ সেপ্টেম্বর হবে জিএসটি পরিষদের বৈঠক। বিশেষ কমিটির বৈঠকে কোনও সিদ্ধান্ত হলে পরিষদের বৈঠকে তা চূড়ান্ত রূপ পেতে পারে।
এর পাশাপাশি ভুয়ো জিএসটি নথিভুক্তি শনাক্তকরণের জন্য ফের অভিযানে নামতে চলেছে পরোক্ষ কর পর্ষদ (সিবিআইসি)। ভুয়ো অ্যাকাউন্ট খুলে এবং ভুয়ো বিল জমা দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কাঁচামালের খরচ বাবদ আগে মেটানো কর (ইনপুট ট্যাক্স ক্রেডিট) ফেরতের সুবিধা নিয়ে চলেছেন বলে অভিযোগ। ভুয়ো জিএসটি অ্যাকাউন্টগুলি চিহ্নিত করতে ১৬ অগস্ট থেকে দু’মাসের অভিযানে নামছেন কর অফিসারেরা। এর আগেও এক দফা অভিযান হয়েছিল। সিবিআইসির নির্দেশ, এই চক্রের মাথাদের খুঁজে বার করতে হবে। নির্ণয় করতে হবে কর ক্ষতির অঙ্ক। তা আদায় করার জন্য প্রয়োজনে দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।