GST

GST: জিএসটি আদায় ১.৩ লক্ষ কোটি

সেমিকনডাক্টর চিপের মতো পণ্যের অভাবের কারণে গাড়ি-সহ বিভিন্ন পণ্য বিক্রিতে ধাক্কা না-লাগলে অক্টোবরে আরও বেশি কর আদায় হত বলেও অর্থ মন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ০৮:১৭
Share:

প্রতীকী ছবি।

করোনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। বাড়ছে বাণিজ্যিক কর্মকাণ্ড। আর এর হাত ধরে অক্টোবরে জিএসটি আদায় পৌঁছে গেল ১.৩ লক্ষ কোটি টাকায়। নতুন পরোক্ষ কর ব্যবস্থা চালুর পরে এখনও পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত এপ্রিলে ১.৪১ লক্ষ কোটির আদায়ই সর্বাধিক।

Advertisement

সোমবার অর্থ মন্ত্রক জানিয়েছে, আর্থিক কর্মকাণ্ড ফেরার সঙ্গে উৎসবের মরসুমে চাহিদা বৃদ্ধি ও কর ফাঁকি রুখতে কড়া ব্যবস্থা নেওয়াই আদায়কে ঠেলে তোলার অন্যতম কারণ। তবে, সেমিকনডাক্টর চিপের মতো পণ্যের অভাবের কারণে গাড়ি-সহ বিভিন্ন পণ্য বিক্রিতে ধাক্কা না-লাগলে অক্টোবরে আরও বেশি কর আদায় হত বলেও জানিয়েছে তারা।

গত মাসে কেন্দ্রীয় জিএসটি ২৩,৮৬১ কোটি টাকা, রাজ্য জিএসটি ৩০,৪২১ কোটি, সম্মিলিত জিএসটি ৬৭,৩৬১ কোটি আদায় হয়েছে। সেস বাবদ এসেছে ৮৪৮৪ কোটি টাকা। সব মিলিয়ে কর আদায় গত বছরের একই সময়ের চেয়ে ২৪% বেশি। আর করোনার আগের (২০১৯-২০) একই সময়ের চেয়ে তা ৩৬% বৃদ্ধি পেয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement